নিজস্ব প্রতিনিধি: - সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীবাসীর যাতায়াতের সুবিধার্থে নগরীতে আরও চার হাজার আধুনিক বাস নামানো হবে। যানজট নিরসনে রাজধানীর ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে বাবুবাজার পেরিয়ে চুনপুটিয়া পর্যন্ত নতুন একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে।
তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জন্য দেয়া হবে ৩শ’ পুলিশ সদস্য।
রবিবার বিকেলে নগর ভবনে ঢাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষের (ডিটিসিএ) পরিচালনা পরিষদের নবম সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ফকিরাপুল থেকে নাইটিঙ্গেলমোড় হয়ে বাবুবাজার পেরিয়ে চুনপুটিয়া পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এটি নির্মাণের আগে ট্রাফিক ব্যবস্থা নিয়ে সর্বোচ্চ সতকর্তা অবলম্বন করতে হবে।
তিনি জানান, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত এক্সপ্রেসওয়ে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মুখ থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন নির্মাণ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।
মন্ত্রী বলেন, দুই সিটি করপোরেশন ও রাজউকের জন্য ৩শ’ পুলিশ সদস্য দেয়া হবে। এজন্য একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হবে। এই ৩শ’ পুলিশের কাজ হবে সিটি করপোরেশনের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ পুলিশ সিটি করপোরেশনকে দেবে।