প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্দশাগ্রস্ত মানুষদের সাথে উপহাস করতে হাওর অঞ্চল পরিদর্শনে গেছেন: রুহুল কবির রিজভী
নিজস্ব প্রতিনিধি: :-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্দশাগ্রস্ত মানুষদের সাথে উপহাস করতে হাওর অঞ্চল পরিদর্শনে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়ির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিভিন্ন টিম গঠন করে দিয়েছেন। তবে হাওর অঞ্চল পরিদর্শনে যদি খালেদা জিয়া যেতে চান তাহলে তা আলোচনা সাপেক্ষে আপনাদের সবাইকে অবহিত করা হবে।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, আমাদের প্রশ্ন হচ্ছে যখন হাওরাঞ্চল বিলিনের পথে এবং দুর্দশাপীড়িত মানুষগুলো কাতরাচ্ছে তখন কেন প্রধানমন্ত্রী সেখানে পরিদর্শনে গেলেন? তাদের সাথে উপহাস করার জন্য তিনি সেখানে গেছেন?