নিজস্ব প্রতিনিধি: –
মহান মে দিবস উপলক্ষে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দল বর্ণাঢ্য র্যালি করেছে। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
র্যালিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ বিএনপি, শ্রমিক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যালিটি নাইটেঙ্গেল মোড়, কাকরাইল হয়ে শান্তিনগর, মালিবাগ হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।এর আগে র্যালিতে যোগ দিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হোন বিএনপি, শ্রমিক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আগত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা। সকাল থেকেই আসতে শুরু করে নেতাকর্মীরা। ছোট ছোট পিকআপ ভ্যান সাজিয়ে কার্যালয়ের সামনে ঢোল বাজনা বাজিয়ে বিএনপি নেতাকর্মীরা আনন্দ উল্লাস করেন। এতে কাকরাইল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।