রাজধানীর পোস্তগোলার আরসিন গেট এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু দগ্ধ হয়েছে
রোয়েন ইসলাম,নিজস্ব প্রতিনিধি: রাজধানীর পোস্তগোলার আরসিন গেট এলাকায় পাওয়ার হাউসের ভেতর আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু দগ্ধ হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
দগ্ধ দুই শিশুর নাম ইমন (১২) ও রাজু আহমেদ (১১)।ইমনের খালা লিজা আক্তার জানান, তাঁর বাসা পোস্তগোলা কলিমুল্লাবাগ এলাকায়। ওই দুই শিশু পাওয়ার হাউসের ভেতরে আম পাড়তে গিয়েছিল।পোস্তগোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ সাইদুল আলম চৌধুরী জানান, দুপুরে জুরাইন পাওয়ার হাউসের ভেতরে দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, ইমনের শ্বাসনালি ও শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। আর রাজুর গলাসহ দুই হাতের কিছুটা পুড়ে গেছে। ইমনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানান।