হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে অস্ট্রেলিয়া সরকারের স্কলারশিপ সেমিনার
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-
বুধবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অস্ট্রেলিয়া সরকারের ‘এনডেভর স্কলারশিপ অ্যান্ড ফেলোশিপ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অস্ট্রেলিয়া সরকারের ‘এনডেভর স্কলারশিপ অ্যান্ড ফেলোশিপ’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর এবং অ্যাম্বাসেডর প্রফেসর ড. মো. হাসানুজ্জামান তালুকদার।সেমিনারে সভাপতিত্ব করেন পোস্ট গ্র্যাজুয়েট অনুষদের ডীন প্রফেসর মো. মিজানুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার।উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, অস্ট্রেলিয়া সরকারের ‘এনডেভর স্কলারশিপ অ্যান্ড ফেলোশিপ’ বিদেশে উচ্চ শিক্ষা গ্রহনে আগ্রহী এ বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। শিক্ষক এবং শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
দিনাজপুরে অপহৃত ব্যবসায়ী উদ্ধার ৪ অপহরণকারী গ্রেফতার
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-
দিনাজপুরে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার ও ৪ অপহরণকারীকে পুলিশ গ্রেফতার করেছে।
দিনাজপুরের হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর জানান, মঙ্গলবার দুপুরে ব্যবসায়ীক কাজে হিলি বাজারে আসেন পাশ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মোটরপাটর্সের ব্যবসায়ী গোলাম মোস্তফা বিপু। হিলির ৪ যুবক মেরিল ও সাগর এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চেচড়াগ্রামের সুজন ও পলাশ ব্যবসায়ী বিপুকে জোরপূর্বক অপহরণ করে সাগরের বাসায় নিয়ে গিয়ে আটকিয়ে রাখে। এসময় ব্যবসায়ী বিপুর চাচাতো ভাই নজরুল ইসলামকে অপহরণের ঘটনা জানিয়ে মুক্তিপন হিসেবে ১ লাখ ৮০ হাজার টাকা দাবী করেন।অপহরণের ঘটনাটি বিপুর পরিবার হাকিমপুর থানার পুলিশকে জানালে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মধ্যবাসুদেবপুর এলাকা থেকে পুলিশ ৪ অপহরণকারীকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তী অনুযায়ী সাগরের মধ্যবাসুদেবপুর বাড়ী থেকে ব্যবসায়ী বিপুকে উদ্ধার করা হয়।
অপহরণ ঘটনায় বিপুর চাচাতো ভাই নজরুল ইসলাম ৪ জনের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন। বুধবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
আজ রিমান্ড শুনানি দিনাজপুরে চাঁদাবাজী মামলায় পৌর কাউন্সিলর গ্রেফতার
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-
দিনাজপুরে আওয়ামী লীগ নেতার দায়েরকৃত চাঁদাবাজী মামলায় গ্রেফতার হয়েছেন পৌর কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তি বাবু। আজ বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ঠিকাদার গৌরচন্দ্র শীলের দায়েরকৃত মামলার আসামী দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তি বাবুকে বুধবার সকাল ৮টায় গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, শহরের সাধুরঘাটে ৬ লাখ টাকার প্যাকেজের উন্নয়নমূলক কাজের ঠিকাদার গৌরচন্দ্রের কাছে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর মুক্তি বাবু ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। এঘটনায় মঙ্গলবার রাত ১২টার পর ঠিকাদার গৌরচন্দ্র কোতয়ালী থানায় ৩৮৫, ৩৭৯ ও ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ৯, তারিখ ৩ মে। চাঁদাবাজী মামলার ৩ সাক্ষী হচ্ছেন পৌরসভার প্যানেল মেয়র আহমেদুজ্জামান ডাব্লু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম রমজান এবং ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন। পৌরসভায় জনগন ও কাউন্সিলর মেয়রের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পৌরসভার কোন কার্যক্রম হয়নি। সাধারণ পৌরবাসী বেকায়দায় বেকায়দায় পড়েন।
বুধবার বিকেল সাড়ে ৪টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ লুৎফর রহমানের আদালতে কাউন্সিলর মুক্তি বাবুকে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে আসামীকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন।##