৪৯ বছর বয়সী অক্ষয় কুমার পেলেন ,ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
সুলতানা আক্তার
:-
একজন শিল্পীর কাছে সবচেয়ে বড় পাওয়া হলো , তাঁর কাজের যথাযথ মূল্যায়ন। আর স্বীকৃতিটা যদি জাতীয়ভাবে দেওয়া হয়, তাহলে এর চেয়ে বেশি আনন্দ এবং গর্বের আর কিছুই হতে পারে না। ঠিক এমন অনুভূতিই এখন বলিউড তারকা অক্ষয় কুমার ও সোনম কাপুরের। আগেই জানানো হয়েছিল, এ বছর ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের অংশীদার হচ্ছেন অক্ষয় ও সোনম। গতকাল রাষ্ট্রপতির হাত থেকে আনুষ্ঠানিকভাবে কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার গ্রহণ করেন এ দুই অভিনয়শিল্পী।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, বুধবার অক্ষয় কুমার ‘রুস্তম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ‘শ্রেষ্ঠ অভিনেতা’র পুরস্কারটি গ্রহণ করেন। আবেগ ও আনন্দে উচ্ছ্বসিত ৪৯ বছর বয়সী অক্ষয় টুইটারে ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তাঁকে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করতে দেখা যায়।ভিডিওটির ক্যাপশনে অক্ষয় লিখেছেন, ‘কোনো শব্দ দিয়ে আমার এ মুহূর্তের আনন্দকে বিচার করা যাবে না…। আমার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমি তোমাদের সঙ্গে ভাগাভাগি করে নিলাম। ধন্যবাদ, তোমাদের ভালোবাসার জন্য।’অনুষ্ঠানে অক্ষয়ের সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী টুইংকেল খান্না ও পুত্র আরাব। যদিও পুরস্কারের তালিকায় অক্ষয়ের নাম ঘোষণার পর তিনি পুরস্কারের জন্য যোগ্য প্রার্থী কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বি-টাউনের অনেকেই। তবে সেসব বিতর্ক ধোপে টেকেনি। অক্ষয়ের এ অর্জনকে শুভেচ্ছাই জানাচ্ছেন সতীর্থ ও ভক্তরা।অনুষ্ঠানে সোনম কাপুরও রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। ‘নীরজা’ চলচ্চিত্রের জন্য ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন এই অভিনেত্রী। ভারী গয়নার সঙ্গে শাড়ি পরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনম। মেয়ের এই গর্বের দিনে আর ঘরে বসে থাকতে পারেননি বাবা অনিল কাপুর। মেয়ের গৌরবময় মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখেন তিনি।অনুষ্ঠানটিতে ‘নীরজা’ চলচ্চিত্রের জন্য পুরস্কার গ্রহণ করেন পরিচালক রাম মাদভানি। এ বছর সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেন সুরভী জ্যোতি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী তেলেগু চলচ্চিত্র নির্মাতা কে বিশ্বনাথ।