সাসেক্স একাদশের বিপক্ষে মাঠে নামবে মুশফিকুর রহিমের দল
স্পোর্টস ডেস্ক:
– আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। যার প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ডিউক অব নরফোকের বিপক্ষে সেই ম্যাচে অবশ্য ভালোই ব্যাটিং করেছে বাংলাদেশ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় সাসেক্স একাদশের বিপক্ষে মাঠে নামবে মুশফিকুর রহিমের দল।
প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও খেলবেন না মাশরাফি, সাকিব ও মুস্তাফিজ। স্ত্রী অসুস্থ থাকায় দেশে ফিরেছেন মাশরাফি। আইপিএল খেলে দেশে ফিরেছেন সাকিব ও মুস্তাফিজ। এ তিনজনই আজ ইংল্যান্ডগামী বিমানে উঠবেন।প্রথম প্রস্তুতি ম্যাচে না খেললেও এ ম্যাচে সৌম্য সরকারের সঙ্গে ব্যাটিংয়ে উদ্বোধন করতে পারেন তামিম ইকবাল।গত সোমবার ডিউক অব নরফোকের বিপক্ষে ব্যাটিংয়ে দারুণ দাপট দেখায় বাংলাদেশ। মুশফিকুর রহিমের অপরাজিত ১৩৪, সৌম্য সরকারের ৭৩ আর ইমরুল কায়েসের ৪৪ রানের ভর করে ৭ উইকেটে ৩৪৫ রান তোলে বাংলাদেশ।সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১২ মে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। সিরিজের অপর দলটি হলো নিউজিল্যান্ড।১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডে আসবে টাইগাররা।