- প্রকাশিত : ২০১৭-০৫-০৫
- ৫৪৬ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১১ ভিডিও সহ
[vsw id="mBbPMMD1KL4" source="youtube" width="425" height="344" autoplay="yes"]শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলা মোক্তারেরচর ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে। আহতের শরীয়তপুর সদর হাসপাতাল ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় রবিন ভূইয়া নামে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।আজ শুক্রবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, জেলার মোক্তারেরচর ইউনিয়নের মোল্ল্যা কান্দি গ্রামের ইউপি সদস্য তারেক ভূইয়া ও একই গ্রামের ফারুক হাওলাদারের মধ্যে দির্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে দন্দ চলে আসছিল। শুক্রবার বিকালে ফারুক হাওলাদারের লোকজন তারেক ভূইয়ার লোকজনের উপর হামলা করে। এই খবর শুনে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরে। এসময় প্রায় অর্ধ শতাধিক ককটেল বোমার বিস্ফোরন ঘটানো হয়। এতে উভয় পক্ষের অনন্তত ১১ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মোশারফ হোসেন পেদা (২৬), আবুকালাম ভূইয়া (৬৩), রাকিব ভূইয়া (১৮), আলমগীর মির্জা (৪০), রফিকুল ইসলাম মাদবর (২৫)কে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গলায় টেটা বিদ্ধ অবস্থায় রবিন ভূইয়া নামে একজনকে ঢাকায় পাঠনো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেনড়িয়া থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এখনো কোন মামলা করা হয়নি
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..