রমজান মাসকে সামনে রেখে আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে ন্যায্য মূল্যের পণ্য বিক্রি শুরু
নিজস্ব প্রতিনিধি:-
রমজান মাসকে সামনে রেখে আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে ন্যায্য মূল্যের পণ্য বিক্রি শুরু করবে টিসিবি (সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ)।
টিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাকে করে বিক্রির পাশাপাশি টিসিবির ডিলারদের মাধ্যমেও পণ্য বিক্রি করা হবে। চট্টগ্রাম মহানগরীর ১০টি স্থানে ট্রাকে করে পণ্য বিপণন করা হবে। পণ্যের মধ্যে রয়েছে চিনি, তেল, ছোলা ও মশুর ডাল।টিসিবি চট্টগ্রামের অফিসের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জামাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।টিসিবি সূত্র জানিয়েছে, চট্টগ্রামে ট্রাকে করে খোলাবাজারে পণ্য বিক্রির জন্য ১০ জন পরিবেশক নিয়োগ দিয়েছে টিসিবি। পরিবেশকেরা নগরীর বিভিন্ন স্থানে ট্রাকে করে চিনি, মশূর ডাল, সয়াবিন তেল ও ছোলা বিক্রি করবে। প্রত্যেক ডিলারকে দৈনিক ১ হাজার কেজি চিনি, ২০০ কেজি করে মশুর ডাল, ২০০ কেজি ছোলা ও ২০০ লিটার করে বোতল সয়াবিন তেল বিক্রির জন্য দেওয়া হবে। খেজুর ছাড়া চট্টগ্রামে অন্যান্য সব পণ্য পাওয়া যাবে।