শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকার বিদেশি সিগারেট আটক
নিজস্ব প্রতিনিধি:-
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৫০ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। ওই সিগারেটের মূল্য প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা।
আজ রোববার সকালে নূর আলম বকরুল নামের এক যাত্রীর লাগেজে ওই সিগারেটগুলো পাওয়া যায়।বকরুল চাঁদপুরের দক্ষিণ মতলবের বাসিন্দা। তিনি দুবাই থেকে বাহরাইন হয়ে গালফ এয়ারওয়েজের একটি বিমানে করে ভোর ৫টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।এ বিষয়ে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি রাখেন। বকরুল ১ নম্বর ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাওয়ার সময় তাঁর গতিরোধ করা হয়।পরে কাস্টমস হলে বকরুলের তিনটি লাগেজ খুলে ৫০ হাজার ৪০০ শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট আটক করা হয়। আটক সিগারেট ২৫২টি কার্টনে পাওয়া যায়, যার মধ্যে ১৯৮ কার্টন কোরিয়ার মন্ড ব্র্যান্ড ও ৫৪ কার্টন ব্রিটেনের ডানহিল ব্র্যান্ডের সিগারেট ছিল। পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা।আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা।আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ ভাগ) ফাঁকি দেওয়ার জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।