সম্মিলিত জাতীয় জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন: হুসেইন মুহম্মদ এরশাদ
নিজস্ব প্রতিনিধি:-
সম্মিলিত জাতীয় জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ রবিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
নির্বাচন কমিশনে নিবন্ধিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ জাতীয় জোট বিএনএ এবং জাতীয় ইসলামী মহাজোটের সমন্বয়ে এ জোট গঠিত হলো। বিএনএ জোটে ২১টি ও জাতীয় ইসলামী মহাজোটে ৩৫টি দল রয়েছে। সব মিলিয়ে এ জোটে রাজনৈতিক দলের সংখ্যা ৫৮টি। আর জোটের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।