‘ড্রাগন’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন, আলিয়া ভাট ও রণবীর কাপুর
বিনোদন ডেস্ক:– আকাশে মেঘের ঘনঘটা দেখে যেমন বৃষ্টির অনুমান করা যায়, তেমনি বলিউড তারকাদের চালচলন, কথাবার্তা দেখে বোঝা যায় তাঁদের পরবর্তী চলচ্চিত্র কোনটি। ছবির আগে মহড়া, নিজেকে বদলানো, বেশভূষায় পরিবর্তন আনা ইত্যাদি তারকাদের আসন্ন চলচ্চিত্রের ইঙ্গিত বহন করে। যেমন রণবীর কাপুর ও আলিয়া ভাটকে একসঙ্গে দেখেই ভক্তরা অনুমান করে নিয়েছেন, ‘ড্রাগন’ চলচ্চিত্রের কাজে হাত দিয়েছেন এ দুই তারকা।
আলিয়া ভাট ও রণবীর কাপুরকে বান্দ্রার একটি নাচের স্টুডিওতে দেখা গেছে। এ সময় সাদা টি-শার্ট ও লেগিংস ছাড়াও আলিয়ার পরনে ছিল একটি কালো রঙের ওভারঅল। অন্যদিকে রণবীর কাপুরের পরনে ছিল ডেনিম সাদা টি-শার্ট ও হ্যাট। এ ছাড়া সেখানে হাজির ছিলেন পরিচালক অয়ন মুখার্জি।অয়ন মুখার্জির এই উপস্থিতিটাই তাঁদের ‘ড্রাগন’ চলচ্চিত্রের কাজ শুরু করার ইঙ্গিত দেয়। গণমাধ্যমের খবরে এরই মধ্যে প্রকাশিত যে আলিয়া ভাট ও রণবীর কাপুর একসঙ্গে অয়ন মুখার্জির ‘ড্রাগন’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।আলিয়া ভাটকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ চলচ্চিত্রে। ‘ড্রাগন’ ছাড়াও বর্তমানে আলিয়ার হাতে রয়েছে তিনটি চলচ্চিত্র। ‘শুদ্ধি’ শিরোনামে আলিয়ার একটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এ বছর। এ ছাড়া জয়া আখতারের পরিচালনায় ‘গুল্লি বয়’ শিরোনামে আরেকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর পাশাপাশি শোনা যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এখনো স্ক্রিপ্ট পর্যায়ে থাকা আশিকি-৩ চলচ্চিত্রেও কাজ করবেন আলিয়া। অন্যদিকে, গত বছর মুক্তি পেয়েছিল রণবীরের একটি চলচ্চিত্র। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ চলচ্চিত্রটি দিয়ে প্রায় ভেঙে যাওয়া ক্যারিয়ারকে পুনরায় জোড়া দিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এ বছরও রণবীর কাপুরের একটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। অনুরাগ বসুর পরিচালনায়, ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জাগগা জাসুস’। তবে জোড়া ধামাকা নিয়ে রণবীর ফিরবেন পরের বছর। ‘ড্রাগন’ ও সঞ্জয় দত্তের জীবনীনির্ভর ছবি ‘দত্ত’ মুক্তি পাচ্ছে ২০১৮ সালে।