রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এর পদত্যাগ
নিজস্ব প্রতিনিধি:-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক পদত্যাগ করেছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে তিনি পদত্যাগ করেন।
সহকারী রেজিস্ট্রার মো. মোকলেছুর রহমান এ তথ্য জানান। নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণের ১৫ ঘণ্টার মাথায় তিনি পদত্যাগ করলেন।বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম আব্দুস সোবহানকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে রবিবার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।