×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৮
  • ৬২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গরমে সারাদিন মেকআপ ঠিক রাখার ৪ টি জরুরী টিপস

 লাইফস্টাইল ডেস্ক:-এই গরমে সারাদিন মেকআপ ঠিক রাখার ৪ টি জরুরী টিপস: গরমকালটা এসেই গেল দেখতে দেখতে। বাইরের কড়া রোদ এবং গরম হাওয়া বয়ে যাওয়া সবই গরমের আভাস প্রকাশ করতে শুরু করেছে।

গরম থেকে বাঁচতে অনেকে ঘর থেকে বের হওয়া কমিয়ে দিয়েছেন। অনেকে রোদের হাত থেকে বাঁচতে ব্যবহার করেন ছাতা, ক্যাপ, স্কার্ফ ইত্যাদি। কিন্তু এই গরমে সব চাইতে বিপদ হয় মেকআপ নিয়ে। ছাতা, ক্যাপ, স্কার্ফ, সানস্ক্রিন এইসব জিনিস দিয়ে ত্বককে রোদের হাত থেকে বাঁচানো সম্ভব হলেও মেকআপ বেশীক্ষণ ত্বকে ধরে রাখা যায় না এই গরমে। তাই অনেকে এই সময়ে মেকআপ থেকে দূরেই থাকেন। কিন্তু কোনো অনুষ্ঠান বা উৎসব পালনে হালকা পাতলা মেকআপ না করলে তো আর চলে না। তাই আমাদের জানতে হবে কিভাবে এই গরমেও মেকআপ বহুক্ষণ ত্বকে ধরে রাখা সম্ভব সে পদ্ধতি। চলুন তবে দেখে নেয়া যাক এই গরমে মেকআপ ঠিক রাখার ৪ টি জরুরী টিপস। টিপস-১ মেকআপ করার আগে মুখে বরফ ঘষে নেবেন। মেকআপ শুরু করার ঠিক ১০ মিনিট আগে ত্বক ভালোমতো পরিষ্কার করে নিয়ে একটি পরিষ্কার পাতলা কাপড়ে বরফ পেঁচিয়ে নিয়ে যে যে স্থানে মেকআপ করবেন ত্বকের সেসব স্থানে পুরো ১০ মিনিট ধরে বরফ ঘষে নেবেন। বরফ ঘষা শেষ হলে ত্বক মুছে নিয়ে মেকআপ করুন। এতে মেকআপ বহুক্ষণ ঠিক থাকবে। টিপস-২ ফাউন্ডেশন ব্যবহার করা থেকে বিরত থাকুন। ফাউন্ডেশন বাদ দিয়ে শুধুমাত্র কনসিলার ব্যবহার করে মেকআপ করুন। কারণ বেশীরভাগ সময় খুব দ্রুত ফাউন্ডেশন গরমে গলতে শুরু করে মেকআপ নষ্ট করে ফেলে। যদি নিতান্তই ফাউন্ডেশন ব্যবহার করতে হয় তবে হালকা ধরণের এবং পাউডার ফাউন্ডেশন ব্যবহার করাই ভালো। টিপস-৩ সকল প্রসাধনী ওয়াটারপ্রুফ ব্যবহার করুন। গরমের সময় মেকআপের জিনিসপত্র কেনার সময় অবশ্যই ভালো করে দেখে কিনবেন। ওয়াটারপ্রুফ মেকআপ প্রসাধনী গরমের জন্য উপযোগী। গরমে ঘেমে গেলে আমাদের রোমকূপের গোড়া থেকে ঘাম ও তেল বের হয় তা মেকআপ নষ্ট করে দেয়। কিন্তু মেকআপের প্রসাধনী ওয়াটারপ্রুফ হলে বহুক্ষণ ঘাম বা তেল তা নষ্ট করতে পারে না। তাই এই ব্যাপারে সতর্ক থাকুন। টিপস-৪ অনেকেই আছেন যারা টিস্যু বা ওয়েট টিস্যু সাথে রাখেন মেকআপ ঠিক রাখার জন্য। ভুলেও এই কাজটি করতে যাবেন না। কারণ টিস্যুর কাজ হলো মুছে ফেলা। আপনি টিস্যু দিয়ে মেকআপ ঠিক করতে গেলে উল্টো তা আরও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। টিস্যুর পরিবর্তে ব্যাগে রাখুন মেকআপের স্পঞ্জ বা ব্লটিং পেপার।

গরমে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয় কাজ করতে থাকে মনে। কিন্তু কিছু ছোট্ট ও সহজ নিয়ম মেনে চলতে পারলে মেকআপ নষ্ট হওয়ার এই ভয় দূর করে দেয়া যায় খুব সহজেই। মেকআপ নষ্ট হওয়া বা গলে যাওয়া থেকে বাঁচতে সহজ ও ছোট্ট কিছু টিপস: ১) প্রথমে ফেসওয়াশ এবং ক্লিনজার দিয়ে ত্বক খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। কারণ মুখ পরিষ্কার ও ধোয়া না হলে তেলতেল ভাব রয়ে যায়, এতে করেও মেকআপ গলে যাওয়ার ভয় থাকে। ২) ২-৩ টুকরো বরফ নিন হাতে। এই বরফ দিয়ে মুখের পুরো ত্বক ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করুন। এতে করে মেকআপ অনেকটা সময় ত্বকে সেট থাকে। ৩) এমন মেকআপ ও কসমেটিকস ব্যবহার করুন যা পুরোপুরি অয়েল ফ্রি। এতে মেকআপ গলে যাওয়ার সম্ভাবনা কমে যায়। প্রয়োজনে নিজের অন্যান্য মেকআপ বাদ দিন গরমকালের জন্য, নিয়ে আসুন অয়েল ফ্রি মেকআপ। ৪) টোনার দিয়ে মুখ ভালো করে মুছে নেবেন এবং ভালো সানস্ক্রিন লোশন লাগিয়ে নেবেন। এতে অতিরিক্ত তেল দূর হবে ত্বক থেকে এবং মেকআপ সেট থাকবে অনেকটা সময়। ৫) প্রথমে মেকআপ প্রাইমার লাগিয়ে নেবেন এটি মেকআপ গলে যাওয়া রোধ করবে। ৬) খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন ব্যবহার করবেন। এবং লিক্যুইডের চাইতে সেমি-লিক্যুইড বা পাউডার ফাউন্ডেশন ব্যবহার করলে মেকআপ গলার সম্ভাবনা কম থাকে। ৭) ল্যুজ পাউডার চেপে দিয়ে ত্বকের উপরে মেকআপ সেট করে নিন। এতে বাড়তি তেল পাউডার শুষে নেয়ার কাজ করবে অনেকটা সময় এবং মেকআপ গলবে না। ৮) অবশ্যই ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করবেন গরমকালে। (সংগৃহীত )

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat