স্পোর্টস ডেস্ক: –
ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে আরো একবার নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে মাশরাফি-সাকিবরা। প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে বেলফাস্টের স্টারমন্টে বুধবার স্থানীয় সময় ১০টা ৪৫ মিনিটে, বাংলাদেশ সময় অনুযায়ী বিকেল পৌনে ৪টায় মাঠে নামবে তারা।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে সাসেক্সে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করেছে টাইগার বাহিনী। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে তারা। দুই ম্যাচে ৩০০-এর ওপর রান উঠেছে। সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ফিরেছেন ইমরুল কায়েস। ফেরা বলতে বাঁহাতি ওপেনার অবসর নিয়েছেন ৯২ রানে। বোলাররাও ভালো করেছেন।বৃষ্টির কারণে প্রথম প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হলেও ডিউক অব নরফোকের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক মুশফিকের হার না মানা ৯৮ বলের ১৩৪ রানের ইনিংসে ভর করে ৩৪৫ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইমরুল কায়েস, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ৩১৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ১৮০ রানেই প্রতিপক্ষকে আটকে দিয়ে ১৩৪ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ।তবে ম্যাচ দুটিতে অংশ নিতে পারেননি অধিনায়ক মাশরাফি মর্তুজাসহ সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। ফলে ত্রিদেশীয় সিরিজের মূল পর্ব শুরুর আগে নিজেদেরকে ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন তারা।বেলফাস্টে বুধবার গা গরমের ম্যাচ খেলে বৃহস্পতিবারই ত্রিদেশীয় সিরিজের ভেন্যু ডাবলিনে যাবে বাংলাদেশ দল। সেখানেই শুক্রবার থেকে শুরু ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে ভালো করতে পারলে চনমনে আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করতে পারবে টাইগাররা।বাংলাদেশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান ও শুভাশীষ রায়।
আয়ারল্যান্ড উলভস: শেন গেটকাটে (অধিনায়ক), জন অ্যান্ডারসন, অ্যাডাম ডেনিসন, টাইরনি কেন, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, রব ম্যাকিনলি, জেমস শেনন, ন্যাথান স্মিথ, জ্যাক টেক্টর, শেন টেরি, জ্যামি গ্র্যাসি ও ক্রেগ ইয়ং।