দিনাজপুরে র্যাবের অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আবু বকর সিদ্দিক, দিনাজপুর সংবাদদাতা :-
র্যাব দিনাজপুরে পৃথক ৩টি অভিযান চালিয়ে ১৬৮ বোতল ফেন্সিডিল ও ১৭২ পিস ইয়াবা উদ্ধার করে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক ব্যবসায়ে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিবের নেতৃত্বে বুধবার সকালে দিনাজপুর শহরের রায়সাহেব বাড়ী, পুরাতন ৬নং ব্লক উপশহর এবং পাঁচবাড়ী রংধনু ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে ১৭২ পিস ইয়াবা ও ১৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এসময় ৪ মাদক ব্যবসায়ী সঞ্জয় সেন গুপ্ত, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আলম ও মোঃ মাসুদকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ১টি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১১-০৮১১) জব্দ করা হয়েছে। এঘটনায় কোতয়ালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।