নিজস্ব প্রতিনিধি:-
নির্বাচিত হওয়ার এক মাস ১০ দিন পর শপথ নিলেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়ার পরপর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন বিএনপিদলীয় মেয়র সাক্কু।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিকে সচিবালয়ে শপথ গ্রহণ করেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।গত ৩০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু। তিনি আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করেন। ২০১১ সালে সিটি করপোরেশন ঘোষণার পর দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মনিরুল। ২০১২ সালে অনুষ্ঠিত প্রথম সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজল খানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন মনিরুল হক। এ বছর অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা।