চট্টগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নেপ মহাপরিচালক নিহত
নিজস্ব প্রতিনিধি: –
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফজলুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম প্রাথমিক শিক্ষা ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপার ও তাঁর স্ত্রীসহ ছয়জন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।আহতরা হলেন চট্টগ্রাম প্রাথমিক শিক্ষা ট্রেনিং ইনস্টিটিউটের সুপার রফিকুল ইসলাম, তাঁর স্ত্রী পটিয়া প্রাথমিক শিক্ষক টেনিং ইনস্টিটিউটের সুপার মুসফিকা বিনতে সুলতানা, অফিস সহকারী ইয়াফুল ইসলাম, দয়াল হরি দেব ও গাড়িচালক মো. আলী।আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।শিক্ষা কর্মকর্তা নাসরিন জাহান জানান, নিহত ফজলুর রহমান নেপ মহাপরিচালক ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায়। তাঁরা ওই মাইক্রোবাসে করে একটি সেমিনারে যোগ দেওয়ার জন্য খাগড়াছড়িতে যাচ্ছিলেন। পথে তাঁদের মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে ফজলুর রহমান নিহত হন। আহত হন ছয়জন।স্থানীয়রা জানিয়েছে, মাইক্রোবাসটি চট্টগ্রাম শহরের দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফজলুর রহমান ঘটনাস্থলেই মারা যান।