×
ব্রেকিং নিউজ :
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা ময়মনসিংহে ‘সর্বজনীন পেনশন স্কীমের গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভা কুড়িগ্রামে শিশু একাডেমি আয়োজিত স্কুলভিত্তিক নৃত্য প্রতিযোগিতা টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা করে অবিশ্বাস সৃষ্টি করেছিল : ওবায়দুল কাদের দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে সরকার সব ধরণের পদক্ষেপ নেবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশিদের স্বল্প খরচে চিকিৎসা দেবে ভারতের মণিপাল হসপিটাল কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণের ফলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘর্ষে নিহত ৩, প্রধান অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার নয়াপল্টনে শপিংব্যাগে থাকা ককটেল বিস্ফোরণে কিশোর আহত
  • প্রকাশিত : ২০১৮-০৪-১১
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাইক চালিয়ে ৬ দেশ জয় চার তনয়ার
আন্তর্জাতিক ডেস্ক :- লক্ষ্য ছিল বিভিন্ন দেশে নিজ রাজ্যের পর্যটন শিল্পের প্রচার করবেন। আর সেই লক্ষ্য পূরণে ছয়টি দেশের ১৭ হাজার কিলোমিটার পথ বাইক চালিয়ে পাড়ি দিয়েছেন চার তনয়া। আর এই চার তনয়া হলেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা। তাদের এ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের পর্যটন বিভাগ।
এই চার তনয়া প্রথমে ভারতের ১৫টি রাজ্য বাইক চালিয়ে ঘুরেছিলেন। নিজ রাজ্যের পর্যটন শিল্পের প্রচার করাটাই ছিল তাদের উদ্দেশ্য। এরপর আন্তর্জাতিক স্তরে রাজ্যকে তুলে ধরতে তারা বেরিয়ে পড়েন বিভিন্ন দেশে। তেলেঙ্গানা স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (টিএসটিডিপি) চার মহিলার এই উদ্যোগকে পূর্ণ সমর্থন দিয়েছিল এবং তাদের তরফ থেকে সম্ভাব্য সাহায্যের হাতও বাড়িয়েছিল। তাদের ভরসা করেই এই চার কন্যা প্রায় ১৭ হাজার কিমি বাইক চালিয়েছেন। ভারতের এক গণমাধ্যম সূত্রে জানা যায়, চার মহিলা সদস্যের এই বাইক যাত্রা শুরু হয়েছিল গত ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ থেকে। প্রথমে তারা ভারতের রাজ্য মণিপুর সীমানা পার করে মিয়ানমারে প্রবেশ করেন। এরপরে থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং বাংলাদেশ হয়ে ফের প্রবেশ করেন ভারতে। দক্ষিণ এশিয়ার এই ছয়টি দেশ ঘুরে শেষ হয়েছে ‘রোড টু মেকং’-এর ১৬ হাজার ৯৯২ কিমি যাত্রাপথ। এর আগে মাত্র ১৩ দিন আগেই দেশের ১৫টি রাজ্য ভ্রমণ সেরে এসেছিলেন বাইক সওয়ারি চার নারী। এই চার তনয়াকে শুভেচ্ছা জানিয়েছেন তেলেঙ্গানা স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (টিএসটিডিপি) ম্যানেজিং ডিরেক্টর ডি মনোহর। তিনি বলেন, তেলেঙ্গানা ট্যুরিজম এবং ইনক্রিডিবল ইন্ডিয়ার জন্য এই চার জনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। দেশের অন্য কোনো রাজ্যের পর্যটন শিল্পের প্রচারের জন্য এমন উদ্যোগ নেয়নি। সেই কারণে এই অভিনব পরিকল্পনার কথা শুনে চার বাইক সওয়ারিকে সম্পূর্ণ সমর্থন করা হয়েছিল বলে জানান ডি মনোহর। চার তনয়ার একজন হলেন তেলেঙ্গানা পুলিশের কর্মী। তার নাম সুসান। এই লম্বা সফর সম্পর্কে তিনি বলেন, ‘অসাধারণ অভিজ্ঞতা অর্জন করেছি। নিজেকে নতুন করে চিনতে পেরেছি। এখন থেকে আমি আরও নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পারবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat