বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির দাদাব বন্ধ হচ্ছে না
মানবাদিকার ডেস্ক: -কেনিয়ায় বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির দাদাব বন্ধ করার সরকারি সিদ্ধান্ত বাতিল করেছে দেশটির হাইকোর্ট। আদালতের রায়ে বলা হয়, আড়াই লক্ষাধিক সোমালীয় শরণার্থীর এই ক্যাম্প বন্ধ করা হবে গোষ্ঠীগত নিপীড়নের শামিল।
মে মাসে এই শরণার্থী শিবির বন্ধ করে দেয়ার কথা ছিল। কেনিয়া সরকার বলেছে, এই ক্যাম্প জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। কেনিয়াতে সোমালিয়া ভিত্তিক আল শাবাব জঙ্গিগোষ্ঠীর হামলার পরিকল্পনা করা হচ্ছে এই শরণার্থী শিবিরে।
১৯৯১ সালে সোমালিয়ার সংঘাত থেকে পালিয়ে আসা পরিবারগুলোর জন্য দাদাব শিবির স্থাপন করা হয়। এই ক্যাম্পের অনেক বাসিন্দা প্রায় ২০ বছর ধরে এখানে বাস করছেন। এই ক্যাম্প বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কেনিয়ার ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস ও মানবাধিকার লবি গ্রুপ কিতও চা শেইরা হাইকোর্টে আপিল করে।
এই আপিলের প্রেক্ষিতে বিচারক জন মাতিভোর দেয়া রায়ে বলা হয়, সরকারের এই সিদ্ধান্তে সুনির্দিষ্টভাবে সোমালি শরণার্থীদের লক্ষ্য করা হয়েছে যা গোষ্ঠী নিপীড়নের সমতুল্য, আইনত বৈষম্যমূলক এবং অসাংবিধানিক।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কেনিয়া হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে। সোমালিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার, ২২ হাজার আফ্রিকান ইউনিয়ন ফোর্সের সহায়তায় আল শাবাব জঙ্গিগোষ্ঠির বিরুদ্ধে লড়াই করছে। তবে মাত্র কয়েকটি বড় শহরের মধ্যে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।