কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রির সরকারি স্বীকৃতি উগ্রগোষ্ঠীকে পুরস্কৃত করার ষড়যন্ত্র : আহলে সুন্নাত ওয়াল জমায়াত
নিজস্ব প্রতিনিধি:-
কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রির সরকারি স্বীকৃতি উগ্রগোষ্ঠীকে পুরস্কৃত করার ‘ষড়যন্ত্র’ উল্লেখ করে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জমায়াত।সেইসঙ্গে আগামী সোম ও মঙ্গলবার সারা দেশের প্রত্যেক জেলা-উপজেলায় প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, ২০১৩ সালে শাপলা চত্বর থেকে যাদের নির্মমভাবে পিটিয়ে তাড়ানো হয়েছিল সেই তাদেরই সরকারি পুরস্কারের ঘোষণা রীতিমতো হতাশাব্যঞ্জক। সরকারের এ উদ্যোগকে ষড়যন্ত্রমূলক আঁতাত বলেও মন্তব্য করেন তিনি।এ সময় অভিযোগ করা হয়, সরকার হেফাজতে ইসলামকে সবকিছুতেই ছাড় দিয়ে যাচ্ছে। অথচ আহলে সুন্নাতের সব কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে।সংবাদ সম্মেলনে মোছাহেব উদ্দিন বখতিয়ার আরো বলেন, দাবি আদায়ে প্রাথমিকভাবে আগামী সোম ও মঙ্গলবার সারা দেশের জেলা-উপজেলায় প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালনের জন্য আমরা আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছি।আহলে সুন্নাতের এই নেতা বলেন, আগামী বৃহস্পতিবার প্রত্যেক জেলা থেকে প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হবে। এরপর অগ্রগতি দেখে নতুন কর্মসূচি ঘোষণার কথা জানান তিনি।