×
ব্রেকিং নিউজ :
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেল একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক পতাকা উড়ানো দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে সরকার: অর্থ উপদেষ্টা জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে: খসরু সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব বিএনপি নেতা ডাবলু ‘হত্যা’র ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল পার্বত্যবাসীদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ পার্বত্য উপদেষ্টার ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ছে সরকার : মিডা চেয়ারম্যান পে কমিশনের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে: অর্থ উপদেষ্টা সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ
  • প্রকাশিত : ২০২১-০১-১১
  • ১২২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পিরোজপুর জেলায় গত ২০২০ সালে শৃঙ্খলা রক্ষা করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ৭৬০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে গঠিত এসব আদালত এ সময় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের অপরাধের ধরন অনুযায়ী অর্থদ- ও কারাদ-ের আদেশ দিয়েছে।
২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলার নদ-নদী, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে পরিচালিত আদালত ৩৪ লাখ ৬০ হাজার ৩৩৫ টাকা অর্থদ- আদায় করে এবং ৫৩ জনকে সর্বনি¤œ ৩দিন থেকে সর্বোচ্চ ২ বছর কারাদ- প্রদান করে। এপ্রিল মাসে সর্বাধিক ১৯২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এছাড়া জানুয়ারি মাসে ৩৬টি, ফেব্রুয়ারি মাসে- ৩৬টি, মার্চ মাসে ৬৯টি, মে মাসে ৬৩টি এবং জুন মাসে ৫৮টি, জুলাই মাসে-৩৮টি, আগস্ট মাসে-৩৬টি, সেপ্টেম্বর মাসে-৪৩টি, অক্টোবর মাসে-৬২টি, নভেম্বর মাসে-৭৩টি, ডিসেম্বর মাসে ৫৪টি নিয়ে মোট ৭৬০টি আদালত পরিচালনা করা হয় বলে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের বিচার শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুস কুমার চৌধুরী জানান।
ভ্রাম্যমান আদালতে ২০২০ সালে ২৫২০টি মামলা দায়ের করে ২৮০৭ জনকে আসামী করা হয়, এদের মধ্যে ৫৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয় বলে জেলা প্রশাসকের কার্যালয়ের বিচার শাখার একটি সূত্র জানায়। ৭৬০টি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যেসব আ্ইন অমান্যকারীদের কারাদ- ও অর্থদ- প্রদান করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে নিষিদ্ধ জাল ব্যবহার করা, জাটকা ও ডিম ভরা ইলিশ শিকার, ইভটিজিং, খাদ্যে ভেজাল, প্রকাশ্যে ধূমপান, মাদক সেবন ও বিক্রয়, পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, বাল্যবিবাহ, ভোক্তা অধিকার আইন, পরিবেশ আইন এবং বিএসটিআই আইন অমান্য করা।
পিরোজপুরের জেলা ম্যাজিস্ট্রেট আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ফলে তাৎক্ষণিক কারাদ- অথবা অর্থদ-ের আদেশ দেয়ায় মোবাইল কোর্টের আওতাভুক্ত বিভিন্ন ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে আসছে। তিনি বলেন, এই আদালত পরিচালনা অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat