×
ব্রেকিং নিউজ :
বরগুনায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা চট্টগ্রামের রাউজানে র‌্যাবের শীতবস্ত্র বিতরণ সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা খুলনায় বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ২৮ জানুয়ারি শুরু হচ্ছে ‘ঢাকা ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লে অঞ্চলের জন্য ‘বিপর্যয়কর’ হবে : কাতার হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরিতে চোখধাঁধানো লাভা উদগীরণ নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে রিক্সা, ভ্যান অটোচালক নেতৃবৃন্দের মতবিনিময়
  • প্রকাশিত : ২০২৬-০১-১৩
  • ৫৪৫৫৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রদর্শনী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেমস-গ্লোবাল ইউএসএ ও সিসিপিআইটি টেক্স চায়নার যৌথ আয়োজনে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬- উইন্টার এডিশন’ আগামী ২৮ জানুয়ারি শুরু হচ্ছে। একইসঙ্গে অনুষ্ঠিত হবে ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো- ২০২৬।

আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর কুড়িল সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে এ প্রদর্শনী দু’টি অনুষ্ঠিত হবে। 

এতে ১৫টিরও বেশি দেশের প্রায় ২৩০টি কোম্পানি অংশগ্রহণ করবে এবং থাকবে ২৫০টির বেশি বুথ।

প্রদর্শনী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মেঘনা হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। সিসিপিআইটি টেক্সের সেক্রেটারি জেনারেল চেন বো এবং ডেপুটি ডিরেক্টর উ ঝিঝেন বেইজিং থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে যোগ দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হওয়ায় এই প্রদর্শনী দেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতা, ফ্যাব্রিক, ডেনিম, ট্রিমস ও আনুষঙ্গিক উপকরণভিত্তিক এ প্রদর্শনী ক্রেতা ও সরবরাহকারীদের জন্য একটি কার্যকর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

মেহেরুন এন. ইসলাম বলেন, এ প্রদর্শনীদ্বয় সরাসরি যোগাযোগের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে। 

একই সঙ্গে এটি বাংলাদেশে টেক্সটাইল শিল্পের অগ্রগতি ও তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ আয়োজনের মধ্য দিয়ে সেমস-গ্লোবাল ইউএসএ ও সিসিপিআইটি টেক্স চায়নার যৌথ উদ্যোগের ৯ম বছর পূর্ণ হচ্ছে।

নিবন্ধন সাপেক্ষে সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat