×
ব্রেকিং নিউজ :
বরগুনায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা চট্টগ্রামের রাউজানে র‌্যাবের শীতবস্ত্র বিতরণ সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা খুলনায় বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ২৮ জানুয়ারি শুরু হচ্ছে ‘ঢাকা ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লে অঞ্চলের জন্য ‘বিপর্যয়কর’ হবে : কাতার হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরিতে চোখধাঁধানো লাভা উদগীরণ নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে রিক্সা, ভ্যান অটোচালক নেতৃবৃন্দের মতবিনিময়
  • প্রকাশিত : ২০২৪-১০-১৮
  • ৪৩৪৪৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর পশ্চিম গোয়ালপাড়ার শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে নগরের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার পশ্চিম গোয়ালপাড়ার শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম মন্দিরের দানবাক্স ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটে।
গ্রেফতার দুই জন হলেন- জাহিদুল আলম সানি (২০) ও হেলাল (২৪)। এর মধ্যে জাহিদুল আলম সানিকে বাকলিয়া থানাধীন মিয়াখান নগর সাবান ফ্যাক্টরির গলি থেকে ও হেলালকে বাকলিয়া থানাধীন আলম কুঠির এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরির কথা স্বীকার করেন। পরে আসামি হেলালের কাছ থেকে নগদ চার হাজার ৩০০ টাকা ও জাহিদুলের কাছ থেকে নগদ ২০০ টাকা জব্দ করা হয়।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী জানান, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার পশ্চিম গোয়ালপাড়াস্থ শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের সাধারণ সম্পাদক রানা দাশ মন্দিরে পূজা দেওয়ার জন্য গিয়ে দেখতে পান, মন্দিরের টিনের গেট খোলা এবং ভেতরে দুটি দানবাক্স ভাঙা অবস্থায় পড়ে আছে। দুটি দানবাক্সের ভেতরে রক্ষিত নগদ আনুমানিক ৭০ হাজার টাকা নাই। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। তদন্তে নেমে প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করা হয় বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat