×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ২৩৪৩৪৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসলামী ছাত্রশিবিরের অব্যাহত অগ্রযাত্রাকে গঠনমূলক সমালোচনায় আরও বেশি গতিশীল করবে বলে মনে করেন সংগঠনের চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম। তিনি গণমাধ্যম এবং সাংবাদিদের থেকে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন।

আজ শনিবার দুপুরে নগরীর চন্দনপুরা ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের অফিস আর-ইসরা ভবনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফখরুল ইসলাম বলেন, যে কোনো ধরণের গঠনমূলক সমালোচনা আমরা ইতিবাচকভাবেই নিচ্ছি। গঠনমূলক সমালোচনা আমাদের জন্য উপকারী হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে সব গণমাধ্যমকর্মী মূল চেতনাকে ধারণ করে স্বাধীনভাবে নিজ-নিজ পেশাগত দায়িত্ব পালন করবেন। চাকরি বা কোন হাউজের জন্য নয়, বিবেকের দায়ে কাজ করবেন। এই দেশ নানা মত ও পথের মানুষের। তাই আদর্শিক ভিন্নতা থাকলেও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কারো ভিন্নমত থাকার কথা নয়। আমরা আমাদের ঐক্যের জায়গাগুলোতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পারলেই সম্প্রতির এই দেশ সৌহার্দ্যে ভরে উঠবে।

তিনি বলেন, চট্টগ্রামে ইতিমধ্যে কয়েক দফা ব্যর্থ প্রচেষ্টা চালানো হয়ছে। ভিন্ন-ভিন্ন ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো পতিত স্বৈরাচারের দোসরদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে।

তাই নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বৈরচারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষার পরিবেশ সংস্কারে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার কোন বিকল্প নেই।  

মতবিনিময় সময় উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি তানজীর হোসেন জুয়েল, অর্থ সম্পাদক মুমিনুল হক, অফিস সম্পাদক খুররম মুরাদ, প্রকাশনা সম্পাদক আবরার হাসান রিয়াদ ও প্রচার সম্পাদক সালাউদ্দিন আকাশসহ শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat