ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ আজ ল্যুভর জাদুঘরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন।এদিকে, ভয়াবহ ডাকাতির ঘটনার কয়েকদিন পর প্যারিসের জাদুঘরটি আবার খুলে দেওয়া হয়েছে।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।বিশ্ববিখ্যাত জাদুঘর থেকে ডাকতরা কীভাবে আনুমানিক ৮৮ মিলিয়ন ইউরোর গয়না চুরি করেছে, তা ব্যাখ্যা করার জন্য জাদুঘরের পরিচালক সিনেটরদের তিরস্কারের মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা আগেই এটির দরজা পুনরায় খুলে দেওয়া হয়।
তবে, গত মাসে দু’টি জাদুঘরে চুরির ঘটনা ঘটার পর এই ডাকাতির ঘটনায় ফরাসি জাদুঘরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।আজ মন্ত্রিসভার এক বৈঠকে মাখোঁ ল্যুভর জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা দ্রুত জোরদার করার নির্দেশ দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ স্থানীয় সাংবাদিকদের জানান, তদন্ত চলছে। ১০০ জনেরও বেশি তদন্তকারী ঘটনাটি তদন্ত করে দেখছেন।