×
ব্রেকিং নিউজ :
মাংস আমদানি করে দেশের ক্ষতি চাই না : মৎস্য উপদেষ্টা ইউরোফাইটার জেট কিনতে দোহা যাচ্ছেন এরদোয়ান অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি হামাসকে নিরস্ত্রীকরণই বড় চ্যালেঞ্জ : জেডি ভ্যান্স সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ইসরাইলে বৃটিশ সেনা মোতায়েন তামাকমুক্ত সমাজ গঠনে জনমত গড়ে তুলতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩ পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনাল্ডোর ছেলে
  • প্রকাশিত : ২০১৮-১১-১৭
  • ৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুরে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ”চন্ডালিকা” মঞ্চায়ন
প্রবাস ডেক্স:- বাংলাদেশ হাই কমিশন, সিঙ্গাপুর এর উদ্যোগে ১৬ নভেম্বর ২০১৮ তারিখে স্থানীয় একটি অডিটোরিয়ামে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নৃত্যনাট্য ”চন্ডালিকা” মঞ্চায়িত হয়েছে। বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য ও দেশের মানুষের অসাম্প্রদায়িক বৈশিষ্ট্যকে বিদেশীদের নিকট তুলে ধরার প্রয়াসে, বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃক মনোনীত নৃত্যনন্দন শিল্পগোষ্ঠীর শিল্পীবৃন্দ তাঁদের সাবলীল অভিনয় ও নৃত্যকলার মাধ্যমে চন্ডালিকা নৃত্যনাট্যটি উপস্থাপন করে দর্শকদের ভ‚য়সী প্রশংসা লাভ করেন। অনুষ্ঠানের শুরুতে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানে স্বাগত জানান। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশে বিভিন্ন জাতি, গোষ্ঠী, সম্প্রদায়ের মানুষের সহাবস্থান এবং অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেন। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যই সবাইকে একসূত্রে গ্রোথিত রেখেছে বলে তিনি উল্লেখ করেন। হাই কমিশনার মঞ্চায়িত নৃত্যনাট্যের ¯্রষ্টা নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের উপরও আলোকপাত করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুটনীতিক, সরকারী কর্মকর্তা, বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাথী, সংস্কৃতিসেবী এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর পূর্বে বিদেশী অতিথিদের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপ্যায়িত করা হয়। বিদেশের মাটিতে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তোলা এবং সুন্দরভাবে উপস্থাপনের জন্য মান্যবর হাই কমিশনার শিল্পী ও কলাকুশলীগণকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও হাই কশিমন এ ধরণের আরও অনুষ্ঠান আয়োজনে সচেষ্ট থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat