×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের রাউজানে র‌্যাবের শীতবস্ত্র বিতরণ সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা খুলনায় বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ২৮ জানুয়ারি শুরু হচ্ছে ‘ঢাকা ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লে অঞ্চলের জন্য ‘বিপর্যয়কর’ হবে : কাতার হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরিতে চোখধাঁধানো লাভা উদগীরণ নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে রিক্সা, ভ্যান অটোচালক নেতৃবৃন্দের মতবিনিময় ফরিদা পারভীন লালনের গানে নতুন প্রাণ সঞ্চার করেছেন : মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ৪৫৬৫৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোববার দুপুরে রাজশাহী শহরের রানীবাজারের একটি রেস্টুরেন্টের হলরুমে এক আলোচনা সভায় কথা বলেন রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। তাই দ্রুত নির্বাচনী মাঠে নামতে হবে। 

সংসদ নির্বাচন নিয়ে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে প্রচারণা কমিটি গঠনের সভায় তিনি এসব কথা বলেন। আজ রোববার দুপুরে রানীবাজারের একটি রেস্টুরেন্টের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এ সময় মিনু বলেন, দেশের সংসদীয় আসনগুলোর মধ্যে অন্যতম আসন এটি। সদর আসনের ৩০টি ওয়ার্ডে শক্ত নির্বাচনী কমিটি গঠন করতে হবে। সেইসঙ্গে মিডিয়া ও প্রচারণা কমিটিসহ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব কমিটি দ্রুত করা তাগিদ দেন তিনি। 
তিনি বলেন, বিএনপি একটি পরিচ্ছন্ন ও গণতান্ত্রিক দল। ধানের শীষ প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ। দলে প্রতিযোগিতার রয়েছে কিন্তু কোনো প্রতিহিংসা নাই। এ জন্য যে যেখানে গেলে কোনো প্রশ্ন থাকবে না তাকে সেখানেই কাজে লাগাতে হবে। 

আজ থেকে প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে যেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করার পরামর্শ দেন মিনু। এদিকে প্রধান অতিথি ও বিএনপির প্রার্থীর কথা শুনে উপস্থিত নেতৃবৃন্দ তার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

রাজশাহী মহানগর বিএনপি এ সভার আয়োজন করে। মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat