×
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে শোভন কর্মসংস্থান ও বিনিয়োগ পরিবেশ জোরদারে কাজ করবে আইএলও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও অপকর্মে জড়িতদের প্রশাসনে রাখা যাবে না : রিজভী শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে গঠনমূলক শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা অপরিহার্য: প্রধান উপদেষ্টা ফ্রান্সের ল্যুভর জাদুঘরে নিরাপত্তা জোরদারের নির্দেশ মাখোঁর মাংস আমদানি করে দেশের ক্ষতি চাই না : মৎস্য উপদেষ্টা ইউরোফাইটার জেট কিনতে দোহা যাচ্ছেন এরদোয়ান অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি হামাসকে নিরস্ত্রীকরণই বড় চ্যালেঞ্জ : জেডি ভ্যান্স সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ইসরাইলে বৃটিশ সেনা মোতায়েন
  • প্রকাশিত : ২০১৮-১১-২৩
  • ৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইয়ুব বাচ্চু স্মরণে কলকাতায় ‘দুই বাংলার রকবাজি’
বিনোদন ডেস্ক:-শুধু গিটারের ছ’টা তারে যে পাঁজর নিঙড়ে অনুভূতির প্রকাশ ঘটানো যায় তা নোনা জলের ওপারে বুঝেছিলেন জ্যানিস জপলিন, জিমি হেনড্রিক্সরা। আর পদ্মাপারে জোয়ার আনলেন আইয়ুব বাচ্চু। বাংলাদেশের সঙ্গীতে ‘ফিলিংস’ নিয়ে আসা মানুষটা এরপর গেয়ে গেয়ে গড়লেন ইতিহাস। তারপর ১৮ অক্টোবর, ঢাকার স্কোয়ার হাসপাতাল থেকে চির ছুটিতে রকস্টার। কিন্তু সুর যে কখনও কাঁটা তার বোঝেনি। তাই সেদিন ওপার বাংলার সঙ্গে সঙ্গেই হৃদয় কেঁপে উঠেছিল এপার বাংলারও। চোখের কোনায় জল চিক চিক। বাষ্প হয়ে বেরচ্ছিল বাঁধ না মানা ভালবাসা। সেখান থেকেই জন্ম হল ‘দুই বাংলার রকস্টার’-এর। ‘ক্যাফে কবীরা’ ও ‘কুলকুচি’র লাগাতার প্রচেষ্টায় আইয়ুব বাচ্চুর স্মরণে পাটুলি মেলা প্রাঙ্গনে ২৪ নভেম্বর ৩টে থেকে ৯টা পর্যন্ত আয়োজন করা হচ্ছে গান, গল্প, আড্ডার। এপার বাংলার শহর, ভূমি, চন্দ্রবিন্দু, মহীনের ঘোড়াগুলি, ক্যাকটাস ব্যান্ড থেকে উপস্থিত থাকবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সৌমিত্র, উপল, শিলাজিৎ, বুলা দা, দেব চৌধুরি, সিধুর মতো শিল্পীরা। তেমনই বাংলাদেশের মাকসুদ হক, সুব্রত বড়ুয়া, জর্জ লিঙ্কন ডি কোস্টারাও গান শোনাবেন। মাত্র ১৬ বছর বয়সে যাঁর সাংগীতিক জীবন শুরু, সেই কন্ঠই ইতিহাস রচনা করে চিরতরে স্তব্ধ হয়ে গিয়েছে। সোলস ব্যান্ডে টানা দশ বছর লিড গিটারিস্ট তিনি। পরে নিজের ব্যান্ড এলআরবি। বাংলাদেশের মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য রক্ত গোলাপের রূপকারও তিনিই। ফলে আয়ুব বাচ্চুর স্মরণে অনুষ্ঠানর আয়োজন করতে এগিয়ে এসেছেন কলকাতা পুরসভার কাউন্সিলর অরূপ চক্রবর্তী। তিনি বললেন, ”আমার বেড়ে ওঠার সঙ্গী তিনি। বাংলা ব্যান্ডের আত্মপ্রকাশ হয়েছে তখনই। আর মনে হয়েছে, শুধু তাঁকে স্মরণ করা নয়, এই অনুষ্ঠান দুই বাংলার সংস্কৃতি আদান-প্রদানেরও একটি জায়গা। তাই আমি যতটা পেরেছি সাহায্য করার চেষ্টা করেছি। তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে পেরে আমি ধন্য”। ‘ক্যাফে কবীরা’র পক্ষ থেকে জুল মুখোপাধ্যায় বলেন, ”আমি ব্যক্তিগতভাবে এই ভৌগলিক, রাজনৈতিক বিভাজনটা মানি না। দুটো দেশের একটা সাংস্কৃতিক মেলবন্ধন আছে। আর আইয়ুব বাচ্চু বাংলাদেশের, এ কথা আমার কখনওই মনে হয়নি। ফলে এ দেশে তাঁকে স্মরণ করা হচ্ছে, এমনটা আলাদা করে মনে হয়নি কখনও। এই অনুষ্ঠান, শিল্পীর প্রতি ভালবাসার প্রকাশ মাত্র”। ইতিমধ্যে এই রকবাজির টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। +৯১ ৮০১৭৭২০৬৬৩ নম্বরে ফোন করে আপনিও সংগ্রহ করতে পারেন অনুষ্ঠানের টিকিট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat