×
ব্রেকিং নিউজ :
প্রতিবন্ধীদের মূল ধারায় আনার প্রচেষ্টা আছে সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী জাতির পিতার সমাধিতে ত্রাণ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্যের শ্রদ্ধা দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন তাপপ্রবাহে টুঙ্গিপাড়ায় প্রশান্তির নীড় ‘কৃষক সেড’ দিনাজপুরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা এসটিপি ছাড়া নতুন বিল্ডিং করার অনুমোদন নয় : গণপূর্ত মন্ত্রী ঢাকা-ব্যাংকক রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে নারীর প্রতি বৈষম্য দূর করতে সরকার নিরন্তর কাজ করছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শেরেবাংলার অসীম মমত্ববোধ, কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : শেখ হাসিনা
  • প্রকাশিত : ২০২২-০২-২১
  • ৯৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে ময়মনসিংহ মহানগর কেন্দ্রীয় টাউন হলের শহীদ মিনারে প্রথমে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ময়মনসিংহের সংরক্ষিত নারী আসনের এমপি মনিরা সুলতানা, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।
এদিকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি এড.জহিরুল হক ও সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করেন এ-সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণীর পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এদিকে গত রাতে ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মনিরা সুলতানা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভাপতিত্ব করেন সালিম হাসান।
এদিকে শহীদদের স্মরণে জেলা সকল সরকারি ও আধা-সরকারি ভবনসমূহে ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ, জেলা ও মহানগর অফিসে জাতীয় অর্ধনমিত রাখা হয়। 
এ উপলক্ষে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা/চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা হয়। ভাষা আন্দোলন ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদশর্ন, খোলা ট্রাকে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়।
এছাড়াও বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয়েছে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat