×
ব্রেকিং নিউজ :
সংবাদ সম্মেলনে এনসিপি: আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে স্বল্পোন্নত দেশ থেকে সুষ্ঠুভাবে উত্তরণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : বাণিজ্য উপদেষ্টা বিমান বাহিনী প্রধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে : মির্জা ফখরুল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবি ঢাবি শিক্ষার্থীদের ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকেট সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা ২০২৪ সালে অভিবাসন পথে রেকর্ড ৮ হাজার ৯৩৮ জনের মৃত্যু: জাতিসংঘ বেইজিং ঘোষণা বাস্তবায়ন করতে বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন নাদাইতওয়া গাজায় নির্মম হত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভাবে পদক্ষেপ গ্রহণের আহ্বান বিএনপি’র
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৩
  • ২৩৪৩২৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে একটি গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: বিএনপি মিডিয়া সেল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘এ দেশ থেকে স্বৈরাচার বিদায় নিলেও সংকট এখনো কাটেনি। সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অনেক শত্রু আছে। সেটা পার্শ্ববর্তী দেশ হোক বা আর কেউ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি। তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।’

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক জামাল উদ্দিন জামালের লেখা ‘সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন’- শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, দেশে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। কারণ, এ দেশের মানুষ গত তিন টার্ম ভোট দিতে পারেনি। দেশের জনগণ এখনো তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে আসেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে। এরপরেও দেশের জনগণের ভোটের অধিকার ফিরে পেলে সংকট কেটে যাবে। 

শামসুজ্জামান দুদু বলেন, যদি আগের মতো কথা দিয়েও কথা না রাখা হয়। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনে যদি ঘাটতি থাকে, তাহলে এই জাতি আবার একটি ভয়ংকর বিপদের মধ্যে পড়বে।

অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে দুদু বলেন, আমরা আশা করবো সরকারের স্বচ্ছতার সঙ্গে এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজনের উদ্যোগ হাতে নেবেন। এটা যদি কথার কথা না হয়, তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। আর যদি কথা না রাখা হয় এবং স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনে ঘাটতি থাকে, তাহলে আবারো দেশ ভয়ংকর বিপদের মধ্যে পড়ে যাবে।

তিনি বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিজমের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করেছেন, সেই সব মহান শহীদদের সালাম জানাই। তারা ক্ষণজন্মা মানুষ, তরুণ- এ জাতির ভবিষ্যৎ। তারা জাতি পুনঃর্নিমাণে নিজেদের উৎসর্গ করেছেন। অনেকে আহত হয়ে বিছানায় আছেন। তাদের সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারছি না। বারবার তারা রাস্তায় নেমে আসছেন। এটা খুবই দুঃখজনক। 

নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানকালে ৩০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছিল উল্লেখ করে বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, জানি না এখন কোথায় যেন আটকে যাচ্ছে বারবার। তবে নির্বাচন দিকে যত দেরি হবে, ষড়যন্ত্রকারী ও স্বৈরাচারের দোসররা তত সুযোগ পেয়ে যাবে। এতে দেশে সংকট বাড়বে।  

ছায়াবীথি প্রকাশনী আয়োজিত এই প্রকাশনা উৎসবের সভাপতিত্ব করেন সোসাইটি ফর পিস অ্যান্ড প্রোগ্রেসের চেয়্যারম্যান আলবার্ট পি কস্টা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বইয়ের লেখক জামাল উদ্দিন জামালসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat