×
ব্রেকিং নিউজ :
একনেকে ১৩ হাজার ৫২৫ কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন সাতক্ষীরায় বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান চাঁদপুরে বিএসটিআই-এর অনুমোদনহীন আইসক্রিম ও দধি প্রস্তুতের দায়ে জরিমানা স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা স্থানীয় সরকার সংস্কার কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের সময় ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে ইসি জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার চীন-বাংলাদেশ বন্ধুত্ব নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ইয়াও ওয়েন জলবায়ু অভিঘাত মোকাবিলায় টেকসই কর্মসূচি বাড়ানো হবে: পরিবেশ উপদেষ্টা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হলেন সুফিউর রহমান
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ৪৫৫৬৪৫৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোরিয়ান ইপিজেড’র প্রতিষ্ঠাতা কিয়াক সুং বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘টেক্সটাইল ও পোশাক’ বিষয়ক অধিবেশনে বক্তৃতা করেন।
কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা কিহাক সুং আজ বলেছেন, সঠিক কৌশল ও সংস্কার বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ একক দেশ হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থানে রয়েছে।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর ‘টেক্সটাইল ও অ্যাপারেল’ শীর্ষক একটি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। 

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সেশনে কিহাক সুং ‘এক বিনিয়োগকারীর দৃষ্টিতে বাংলাদেশের অগ্রযাত্রা’ শীর্ষক উপস্থাপনা তুলে ধরেন।

শীর্ষস্থানে পৌঁছাতে হলে বাংলাদেশকে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে; শ্রমিকদের দক্ষতা উন্নত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

কিহাক সুং নীতিগত সহায়তার গুরুত্ব এবং আরও বেশি বন্ডেড গুদাম স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, এগুলো কাঁচামাল সহজে প্রাপ্তির সুযোগ তৈরি করবে, যার ফলে প্রস্তুতকারকরা আরও দক্ষতার সঙ্গে পোশাক উৎপাদন ও রপ্তানি করতে পারবে।

সাম্প্রতিক বাণিজ্য পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা বলেন, ট্রাম্প-যুগের ট্যারিফ নীতির তিন মাসের স্থগিতাদেশ কিছুটা স্বস্তি এনেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সক্রিয় পদক্ষেপ প্রশংসার যোগ্য।

ভবিষ্যতের দিক নির্দেশনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের উচ্চমূল্যের পোশাক উৎপাদনের দিকে মনোযোগ দিতে হবে। তা না হলে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা দিন দিন কঠিন হয়ে পড়বে।’

অনুষ্ঠানে বিজিএমইএ’র প্রশাসক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat