×
ব্রেকিং নিউজ :
একনেকে ১৩ হাজার ৫২৫ কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন সাতক্ষীরায় বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান চাঁদপুরে বিএসটিআই-এর অনুমোদনহীন আইসক্রিম ও দধি প্রস্তুতের দায়ে জরিমানা স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা স্থানীয় সরকার সংস্কার কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের সময় ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে ইসি জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার চীন-বাংলাদেশ বন্ধুত্ব নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ইয়াও ওয়েন জলবায়ু অভিঘাত মোকাবিলায় টেকসই কর্মসূচি বাড়ানো হবে: পরিবেশ উপদেষ্টা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হলেন সুফিউর রহমান
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ৪৩৫৪৩৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে খাদ্যে স্বনির্ভরতা অর্জনের জন্য বর্তমান সরকার কৃষক ও কৃষিকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে। কৃষক যেন তাদের উৎপাদিত ধান বিক্রি করে ন্যায্য মূল্য পায় সেজন্য আগামী ২৪ এপ্রিল থেকে সরকারিভাবে ধান কেনা শুরু হবে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের পাশে দেখার হাওরের পাড়ে গোবিন্দপুর গ্রামের কৃষক আলী হোসেনের ক্ষেতের পাকা ধান কাটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় কৃষকদের দাবির প্রেক্ষিতে কৃষি উপদেষ্টা বলেন, দেখার হাওরের ভেতরে ধান কাটা ও মাড়াই শেষে বাড়িতে নিয়ে আসার জন্য পাকা সড়ক নির্মাণ করা হবে।

এছাড়াও সুবিধাজনক স্থানীয় স্লুইস গেট নির্মাণ ও হাওরের জলাবদ্ধতা নিরসনে ২টি পাওয়ার পাম্প বসানো হবে।

উপদেষ্টা এ সময় জেলার অন্যতম বৃহত্তম হাওরের আগাম বন্যা থেকে করচার হাওরের বোরো ফসল রক্ষায় নির্মিত গজারিয়া রাবারড্যাম এক সপ্তাহের মধ্যে মেরামত করে ব্যবহার উপযুক্ত করার নির্দেশ দেন।

ধানকাটার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ প্রমুখ।

এর আগে দুপুরে উপদেষ্টা জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেন।

উল্লেখ্য, এবার সুনামগঞ্জের ১২টি উপজেলায় ২২ লাখ ৩ হাজার ৫০২ হেক্টর জমিতে বোরা ধান চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে ৬৭ হাজার ৫৫০  হেক্টর হাইব্রিড ধান, ১ লাখ ৫৪ হাজার ৯৮২ হেক্টর উচ্চ ফলন শীল (উফসী) ধান, ৯৭০ হেক্টর জমিতে স্থানীয় ধান আবাদ করা হয়েছে। যার সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৮০ মেট্রিক টন ধান। যার চালে হবে ৯ লাখ ২১ হাজার ৪১৩ মেট্রিক টন। যার আনুমানিক মূল্য দাঁড়াবে সাড়ে ৪ হাজার কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat