জঙ্গিবাদ ও মাদক বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ:আইজি এ কে এম শহীদুল হক
নিজস্ব প্রতিনিধি,খাগড়াছড়ি: পুলিশের জঙ্গিবাদ ও মাদককে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে বলেছেন, এগুলোকে যে কোনভাবেই হোক নির্মূল করতে হবে। পুলিশ বা প্রশাসন একার পক্ষে এটা সম্ভব নয়। সকলকে একযোগে সক্রিয় সহযোগিতা করতে হবে।তিনি বলেন, মাদক বিক্রেতা বা সন্ত্রাসী, সে যত বড় শক্তিশালীই হোক না কেন আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবো না। আইজি শহীদুল হক আগামী তিন মাসের মধ্যেই খাগড়াছড়িকে মাদকমুক্ত ঘোষণা করতে আহ্বান জানান।আজ শুক্রবার বিকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন শহীদুল হক।
পুলিশ সুপার মো. মজিদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পুলিশের ডিআইজি সফিকুল ইসলাম, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।এর আগে কমিউনিটি পুলিশ সমাবেশ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।দুপুরে পুলিশের আইজি এ কে এম শহীদুল হক জেলার মহালছড়িতে এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ উদ্বোধন করেন।