×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০১৭-০২-১৮
  • ৮৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক মামলা দুই বছর স্থগিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বি চৌধুরী
নিজস্ব প্রতিনিধি:- আগামী নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সমান করার জন্য সব রাজনৈতিক মামলা দুই বছর স্থগিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এম এ জি ওসমানীর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘জেনারেল ওসমান : আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।জাতীয় স্মরণ মঞ্চ সভাটির আয়োজন করে।বদরুদ্দোজা চৌধুরী বলেন, বিরোধী দলগুলোর নেতাকর্মীদের নামে হাজারো মামলা রয়েছে। আগামী নির্বাচনে তারা নির্বাচন করবে নাকি মামলা সামলাবে। তাই আগামী দুই বছর সকল রাজনৈতিক মামলা স্থগিত করা হোক। মামলা স্থগিত করা হলে হয়তো লেভেল প্লেয়িং ফিল্ড সমান হবে।মামলা দুই বছর স্থগিত করা হলে এর মধ্যে নির্বাচন হয়ে যাবে। মামলা প্রত্যাহারের দরকার নাই। যাদের বিচার করার দরকার হবে দুই বছর পর তাদের বিচার কাজ আবার শুরু করা হবে।তিনি বলেন, এমন একটি নিরপেক্ষ সরকার দরকার যার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতে যতগুলো নির্বাচন সুষ্ঠু হয়েছে, সেগুলো নির্বাচন কমিশনের ওপর নয়, সরকার নিরপেক্ষ ছিল এটাই মূল কথা।৫ জানুয়ারি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে যে প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব গ্রহণ না করা ছিল বিএনপির বিগ মিসটেক। তাদের স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এই দুই মন্ত্রণালয় থাকলে আর কিছু লাগে? প্রশ্ন রাখেন তিনি। এম এ জি ওসমানীর স্মৃতিচারণ করে তিনি বলেন, তিনি বড় মাপের মানুষ ছিলেন। বড় হৃদয়ের মানুষ ছিলেন। একজন বড় মুক্তিযোদ্ধা ছিলেন। অত্যন্ত সাহসী মানুষ ছিলেন এবং গণতন্ত্রের জন্য সাহস করে কথা বলতেন।আয়োজক সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat