সোমবার স্থানীয় সময় বিকাল চারটায় প্যারিসের পাকিস্তান দূতাবাসের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ‘আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি’ নামে এক প্রবাসী সংগঠন। বৈরি আবহাওয়া উপেক্ষা করে শত শত প্রবাসীরা এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে প্যারিসের পাকিস্তান দূতাবাস চত্বর। মানববন্ধনে ফ্রান্স আওয়ামীলীগ, ঘাতক দালাল নির্মূল কমিটি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করে।এ সময় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের সাবেক সভাপতি বেনজির আহমদ সেলিম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের ছোটভাই নাজিম উদ্দিন আহমেদ, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এম এ কাশেম, হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ ইউরোপের সভাপতি উদয়ন বড়ুয়া, স্বদেশ বড়ুয়া, রজত রায়, সুব্রত ভট্টাচার্য শুভ, রানা চৌধুরী, তাপস বড়ুয়া রিপন, মিজান চৌধুরীসহ আরো অনেকে ।মানববন্ধনে বক্তারা বলেন, পাকিস্তানি লেখক জুনায়েদ আহমেদ ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার লক্ষ্যে স্বাধীনতা ও গণহত্যাসহ সবকিছু নিয়ে মিথ্যাচার করেছে। তারা নতুন করে লেখালেখির মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার পায়তারা করছে। বক্তারা অ বিলম্বে পাকিস্তানি লেখকের বই বাংলাদেশে বাজেয়াপ্ত করার জোর দাবি জানান।