বিজিএমইএর ভবন ভাঙার বিষয়ে পদক্ষেপ নিতে রাজউক চেয়ারম্যানকে আইনি নোটিশ
নিজস্ব প্রতিনিধি:-
রাজধানীর হাতিরঝিল এলাকায় পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর ভবন ভাঙার বিষয়ে পদক্ষেপ নিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ আজ বৃহস্পতিবার ডাকযোগে রাজউকের চেয়ারম্যানকে এ নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, ৯০ দিনের মধ্যে ভবন ভাঙতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিজিএমইএর আপিল খারিজ হয়ে গেছে। আদালতের রায়ে বলা হয়, বিজিএমইএ তাদের ভবন না ভাঙলে রাজউককে ভবন ভাঙতে হবে।রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিন শেষ হয়ে যায় ২৮ ফেব্রুয়ারি। এর পরও রাজউক চেয়ারম্যান ভবন ভাঙতে কার্যকর পদক্ষেপ নেয়নি। এটি আদালতের রায়ের প্রতি অশ্রদ্ধা ও আদেশ অমান্য করার শামিল।নোটিশে বলা হয়, ‘এ নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে বিজিএমইএ ভবন ভাঙার জন্য পদক্ষেপ গ্রহণ করে আমাকে (মনজিল মোরসেদ) অবহিত করবেন। অন্যথায় আপিল বিভাগে আপনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে।’গত ৫ মার্চ বিজিএমইএর বহুতল ভবন ভাঙার বিষয়ে করা পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ভবনটি ভাঙা ছাড়া আর কোনো পথ থাকল না।ভবনটি কত দিনের মধ্যে ভেঙে সরিয়ে নিতে পারবে, সে বিষয়ে বিজিএমইএ কর্তৃপক্ষকে ৯ মার্চের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। ওই দিন এ আবেদন নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছিলেন আদালত।গত বছরের ৮ ডিসেম্বর রিভিউ আবেদন দায়ের করে বিজিএমইএ। এর আগে গত বছরের ৮ নভেম্বর বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।ওই রায়ে বলা হয়, অবিলম্বে ভাঙতে হবে এই বহুতল অবৈধ ভবন। ভবন ভাঙার যাবতীয় খরচ বিজিএমইএকেই বহন করতে হবে। বিজিএমইএ না ভাঙলে রায়ের কপি পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজউককে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেন আপিল বিভাগ। এ জন্য যে অর্থ প্রয়োজন, তা বিজিএমইএর কাছ থেকে নিতে বলা হয়েছে।