×
ব্রেকিং নিউজ :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার বস্তুনিষ্ঠ সংবাদ গুজব প্রতিরোধ করে: তথ্য ও সম্প্রচার সচিব
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৯
  • ৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি ২৬ হাজার পাট শ্রমিকের ভাগ্য নিয়ে খেলা করেছে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি: -বর্তমান সরকার পাট শিল্পের ওপর গুরুত্ব আরোপ করেছে এবং পাট শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরো বলেন, বিএনপি ২৬ হাজার পাট শ্রমিকের ভাগ্য নিয়ে খেলা করেছে। বিশ্ব ব্যাংকের নির্দেশে তারা একের পর এক পাট কল বন্ধ করে দিয়েছে। খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় পাট মেলার উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির শাসন আমলে রমজান মাসে পাট শ্রমিকেরা যখন তাদের বেতন বাড়ানোর আন্দোলন করে, তখন ১৭জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়।পাট শিল্প নিয়ে বর্তমান সরকার আরো কাজ করছে জানিয়ে তিনি বলেন, পাটের জন্মরহস্য আবিষ্কার করেছেন ড. মাকসুদুল আলম। তাকে নিয়ে খুব গোপনে গবেষণা করতে হয়েছিল আমাদের। গবেষণা শেষ হওয়ার আগে আমরা এ সম্পর্কে কাউকে কিছু জানাতে পারিনি। কিন্তু শেষ পর্যন্ত আমরা পাটের জন্মরহস্য আবিষ্কার করেছি। এখন তিনি থাকলে সবচাইতে ভাল হত। কিন্তু তিনি আমাদের মাঝে নেই। কিন্তু পাট শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।প্রধানমন্ত্রী বলেন, পাট দিয়ে এখন পরিবেশ বান্ধব পলিথিন তৈরি করা হচ্ছে। এটি মাটির সঙ্গে মিশে যাবে। ফলে পরিবেশ দূষিত হবে না।প্যারিস জলবায়ু সম্মেলনের কথা স্মরণ করে তিনি বলেন, সেখানে বলা হয়েছিল পরিবেশ দূষিত না করে আমাদের কাজগুলো করার জন্য। পাট ব্যবহার করলে তাই আমাদের দুই ধরণের লাভ হবে। এতে পরিবেশ দূষিত হবে, সেই সঙ্গে ব্যবহার হবে নিজেদের দেশি পণ্য।প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দূষণমুক্ত এই ব্যবহারের জন্য পাটের চাহিদাও বেড়ে গেছে। আশা করছি পাটের সোনালি অতীত আবারো ফিরে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat