×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৮-০৫-১২
  • ৯৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘নামমাত্র মূল্যে চিকিৎসা পাচ্ছেন শ্রবণ প্রতিবন্ধীরা’
নিজস্ব প্রতিনিধি:- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কারণেই আজ দেশের শ্রবণ প্রতিবন্ধী শিশুরা কানে শুনতে পারছে এবং ওই শিশুরা তাদের মা ও বাবাকে ‘মা’ ও ‘বাবা’ বলে ডাকতে পারছে। কারণ শ্রবণ প্রতিবন্ধী শিশুরা কানে শুনতে না পারায় তারা কথা না শেখার কারণে কথাও বলতে পারে না।’ শনিবার সকালে শহীদ ডা. মিলন হলে দুই দিনব্যাপী সপ্তম কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, ‘এ ধরনের শ্রবণ প্রতিবন্ধীদের কানে শোনার ব্যবস্থা করার জন্য কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি করতে হয়। যা একটি ব্যয়বহুল চিকিৎসা। বিদেশে এ চিকিৎসা করাতে প্রায় কোটি টাকার প্রয়োজন পড়ে। দেশে এ চিকিৎসা করাতে ১০ লাখ টাকা থেকে ২০ লাখ টাকা ব্যয় হয়। যা শ্রবণ প্রতিবন্ধী শিশুদের বেশিরভাগ মা-বাবার পক্ষেই বহন করা সম্ভব হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছা, সুদৃষ্টি এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতার ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নামমাত্র মূল্যে, ক্ষেত্র বিশেষে সম্পূর্ণ বিনামূল্যে শ্রবণ প্রতিবন্ধী শিশুরদের কর্ণে কক্লিয়ার ডিভাইস স্থাপন করা হচ্ছে এবং শিশুরা যাতে কথা বলতে পারেন স্পিচ থেরাপিস্টদের মাধ্যমে সে ব্যবস্থাও করা হয়েছে।’ উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ২২২ জন শ্রবণ প্রতিবন্ধীর কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি সম্পন্ন করা হয়েছে। যাদের প্রায় সবাই শিশু। আরো ১২১ জনের এই কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি করা হবে। প্রত্যেক মাসে ১০ জন করে শ্রবণ প্রতিবন্ধী শিশুর কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি করার পরিকল্পনা রয়েছে। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে এই মহতি সেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে।’ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জিারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল।  স্বাগত বক্তব্য দেন সম্মানিত কোর্স ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার। ইন্টারন্যাশনাল গেস্ট ফ্যাকাল্টি হিসেবে বক্তব্য দেন ডা. প্রিত কাসেনম। কর্মশালায়  এ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (মানবসম্পদ) ডা. জামাল উদ্দিন খলিফা, শিশু হেমাটোলিজ অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জিারি বিভাগের অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডা. মো. মনজুরুল আলম, অধ্যাপক ডা.  মো. আজহারুল ইসলাম, অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক, সহযোগী অধ্যাপক ডা. কানু লাল সাহা প্রমুখসহ সিনিয়র শিক্ষকবৃন্দ, চিকিৎসক, ছাত্রছাত্রী, স্পিচ থেরাপিস্ট, অডিওলজিস্টবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় কক্লিয়ার ইমপ্ল্যান্ট এবং মিডল ইয়ার বিষয়ে লাইভ সার্জারিও ব্যবস্থা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat