×
ব্রেকিং নিউজ :
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য : অর্থ প্রতিমন্ত্রী বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেফতার ৭ জন কারাগারে জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির প্রাথমিক দল ঘোষণা বান্দরবানের থানচি, রোমা ও রোয়াংছড়ি উপজেলা নির্বাচন স্থগিত লেবাননে ইসরাইলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত আগামীকাল ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী রাজস্ব আয় ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সকল উন্নয়নের পৃষ্ঠপোষক : স্পিকার স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
  • প্রকাশিত : ২০১৮-১২-১৪
  • ৮২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমি সিরাজের বেগম
বিনোদন ডেস্ক:-অষ্টাদশ শতকের এই নবাব হারিয়ে যান রাজনীতি, ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার বেড়াজালে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। ঘসেটি বেগমের ক্ষুরধার ষড়যন্ত্রের আঁচ পেলেও তার মোকাবিলা করতে পারেননি সিরাজ। মিরজাফরের মসনদে বসাও ঠেকানো যায়নি। কিন্তু কেন বিশ্বাসঘাতক তকমা পেতে হল মিরজাফর আলি খাঁকে? যুগের পর যুগ রাজত্বে আপনজনেরাই তো গদির লড়াইয়ে আপনজনেদের বিরুদ্ধে নেমেছেন। আলীবর্দী খাঁও একই কাজ করেছিলেন। ভারতের ইতিহাসে ঘটনাবলিও তাই বলে। অথচ তারা তো বিশ্বাসঘাতক নয়!এবার এই প্রশ্নগুলোই পর্দায় তুলবেন বাদশা মৈত্র। আমি সিরাজের বেগম-টেলি সিরিয়ালে তিনি মিরজাফরের চরিত্রে। ঘটনাচক্রে তিনিও মুর্শিদাবাদের মানুষ। বাদশা মৈত্রর কথায়, ”গল্পটা যখন তৈরি হচ্ছিল তখন থেকেই এই চরিত্রটা আমি করব জানতে পেরে নিজেই উৎসাহী ছিলাম। আমি আসলে এই চরিত্রে অভিনয় করাটা এনজয় করছি। অভিনেতা হিসেবে তো একটা ক্ষিদে থাকে সেটা এই চরিত্রটা খানিকটা পূরণ করেছে। মিরজাফরের সঙ্গে আমার ব্যক্তিত্বের কোন সাদুর্য্য নেই। আর নেই বলেই আমাকে তার মাথায় ভিতরটা কী ছিল সেটা খোঁজাটাই চ্যালেঞ্জ”।তিনি আরও বলেন, ”গদির জন্য ভাই ভাইকে খুন করছে এটা তো স্বাভাবিক ঘটনা। তবে মিরজাফরের ক্ষেত্রে আলাদা তো দুটো জায়গায়, ব্রিটিশরা বাংলা দখল করতে পেরেছিল আর সিরাজের বয়স কম ছিল। এটা না হলে মিরজাফরের গদি বদও একটা বিচ্ছিন্ন ঘটনা হয়ে থেকে যেত”। প্রসঙ্গত, সিরাজদ্দৌলা এমন একটা চরিত্র যাকে নিয়ে নানা কল্পকাহিনি রয়েছে। তবে এই ধারাবাহিক তৈরি হয়েছে ইতিহাস মেনে। শ্রী পারাবতের বই আমি সিরাজের বেগম অবলম্বনেই মূলত তৈরি হয়েছে এই টেলিভিশন শো। সিরাজের রাজত্বকালের অনেকটাই দেখানো হবে এখানে। আর আজকাল পিরিয়ড ড্রামা নিয়ে কাজ করছে টলিউড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat