×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০২-২২
  • ৮৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অবৈধভাবে বালি দিয়ে কৃষি জমি ভরাট করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
এ সময় ধানী জমিতে বালি ভরাট কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদন্ড আরোপ এবং বালি ভরাট কাজে ব্যবহৃত ৪০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।
আজ দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডের ফকিরখালি এলাকায় দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানের যৌথ নেতৃত্বে কৃষি জমি ভরাটকারীর বিরুদ্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে আদালত অবৈধভাবে বালি দিয়ে জমি ভরাট কাজে নিয়োজিত দুরন্ত এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সুমন আহমেদকে ২ লাখ টাকা অর্থদ- আরোপ করেন। এছাড়াও ভরাট কাজে ব্যবহৃত প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের ২০টি পাইপ বিনষ্ট করা হয় এবং আলামত হিসেবে ৪০ ফুট দৈর্ঘ্যের পাইপ জব্দ করা হয়।
এ সময় আদালত আগাামী ৩ দিনের মধ্যে ভরাট কাজে ব্যবহৃত অন্যান্য সকল পাইপ সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন।
অবৈধভাবে বালি ভরাট করার বিরুদ্ধে পরিচালিত অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখানে কৃষি জমি অত্যন্ত মূল্যবান। তাই, অবৈধভাবে বালি উত্তোলন করে কৃষি জমি ভরাট বন্ধে সরকার বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ প্রণয়ন করেছে। এছাড়াও স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী এ ধরনের কর্মকা- দ-নীয় অপরাধ। তাই, কৃষি জমি ও কৃষকের স্বার্থ রক্ষায় দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের নির্দেশনায় আমরা গত বছরও এখানে অভিযান পরিচালনা করেছিলাম। এ বছরও আমরা অভিযান শুরু করেছি।’ সম্পত্তি কর্মকর্তা এ অভিযান চলমান থাকবে বলে জানান।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা বলেন, “ভূগর্ভ থেকে বালি উত্তোলনের ফলে পানি এবং বালি পড়ে ধানী জমিগুলো নষ্ট হচ্ছে। আমাদের ধানী জমিগুলো উর্বরতা হারাচ্ছে। ফলে, অবৈধভাবে বালি উত্তোলনের মাধ্যমে জমি ভরাট করায় আমরা ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৪ ও ৫ নম্বর ধারা এবং ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ অনুযায়ী আজ আমরা জরিমানা করেছি।”
উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসেও ফকিরখালিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন টানা কয়েকদিন অভিযান পরিচালনা করে। সেই সময় অবৈধভাবে বালি ভরাটের দায়ে ৩টি ড্রেজার মেশিন ও ২ হাজার ৮০০ ফুট পাইপ জব্দ করে তা স্পট নিলামে ৫ লাখ ৭ হাজার টাকায় বিক্রি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat