×
ব্রেকিং নিউজ :
ইরানে টানা ১৩২ ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ডাক দিতে প্রস্তুত জাপানের প্রধানমন্ত্রী: গণমাধ্যম নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা সোমালিদের বিশেষ সুরক্ষা মর্যাদা বাতিল করল যুক্তরাষ্ট্র, কঠোর অভিযান জোরদার মানসম্মত কার্যক্রমের মাধ্যমে ঐতিহ্য ধরে রাখতে বিজিবি’র নবীন সৈনিকদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি, আহত ৩০ পার্বত্য চট্টগ্রামবাসীদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব জরুরি : সুপ্রদীপ চাকমা মার্কিন নাগরিককে মুক্তি দিচ্ছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ভূমির অপ্রতুলতা আমাদের প্রথম চ্যালেঞ্জ : ভূমি উপদেষ্টা উস্কানিতে কান না দেয়ার জন্য ভোটারদের প্রতি মির্জা আব্বাসের আহ্বান
  • প্রকাশিত : ২০২৬-০১-১৪
  • ৩২৪৩৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তীকালীন সরকার গতকাল মঙ্গলবার থেকে কারাবন্দী আমেরিকানদের মুক্তি দেওয়া শুরু করেছে। 

এক মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। 

তিনি এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করার পর, ভেনিজুয়েলার অন্তর্বর্তী সরকার আমেরিকান এই কারাবন্দীদের মুক্তি দিল।

এটিকে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করা হয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা ভেনেজুয়েলায় আটক আমেরিকানদের মুক্তিকে স্বাগত জানাই। এটি অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

ওই কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বন্দীদের মুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বা কত জনকে মুক্তি দেওয়া হচ্ছে তাও বলেননি।

তবে একাধিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আমলের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন দেশটির অন্তর্বর্তীকালীন  প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

তিনি মার্কিন হামলার প্রেক্ষিতে বন্দিদের মুক্তির নির্দেশ দেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করায়, তিনি ফের সেখানে হামলা চালানোর নির্দেশ বাতিল করেছেন।

গত ২০২৪ সালের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট  নির্বাচনে নিকোলাস মাদুরো বিজয়ী ঘোষিত হওয়ার পর, নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে দেশটিতে বিক্ষোভ শুরু হলে।

এই বিক্ষোভ দমনে সরকার কঠোর দমন-পীড়ন চালায় এবং হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করে কারাগারে পঠানো হয়।

এর আগে, ভেনেজুয়েলা স্প্যানিশ ও ইতালীয় নাগরিকদের তাদের কারাগার থেকে মুক্তি দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিদেশে থাকা তার নাগরিকদের মুক্তিকে একটি প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে আসছে এবং গত বছর মাদুরোর সঙ্গে একটি চুক্তিতে কিছু ব্যক্তির মুক্তি নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat