×
ব্রেকিং নিউজ :
ইরানে টানা ১৩২ ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ডাক দিতে প্রস্তুত জাপানের প্রধানমন্ত্রী: গণমাধ্যম নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা সোমালিদের বিশেষ সুরক্ষা মর্যাদা বাতিল করল যুক্তরাষ্ট্র, কঠোর অভিযান জোরদার মানসম্মত কার্যক্রমের মাধ্যমে ঐতিহ্য ধরে রাখতে বিজিবি’র নবীন সৈনিকদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি, আহত ৩০ পার্বত্য চট্টগ্রামবাসীদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব জরুরি : সুপ্রদীপ চাকমা মার্কিন নাগরিককে মুক্তি দিচ্ছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ভূমির অপ্রতুলতা আমাদের প্রথম চ্যালেঞ্জ : ভূমি উপদেষ্টা উস্কানিতে কান না দেয়ার জন্য ভোটারদের প্রতি মির্জা আব্বাসের আহ্বান
  • প্রকাশিত : ২০২২-০৪-০৫
  • ৮৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী ও পল্টন থানা এলাকায় অনুমোদনহীন নকল প্রসাধনী ও খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ৮ প্রতিষ্ঠানকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা ও এক জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জব্দকৃত ৪ লাখ ৬২ হাজার টাকার নকল ট্যাংক, নকল লবণ ও নকল কাগজ ধ্বংশ করা হয়েছে।
আজ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০-এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার রাজধানীর যাত্রাবাড়ী ও পল্টন থানা এলাকায় দিনব্যাপী পৃথক অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ও র‌্যাব-১০ এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল। অভিযানকালে বিএসটিআই ও র‌্যাব-১০ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে অভিযান শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
তিনি বলেন, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, জয় কেমিক্যাল কোম্পানীকে নগদ দুই লাখ টাকা, হিমেল কেমিক্যাল কোম্পানীকে নগদ এক লাখ টাকা, সোহান কেমিক্যাল এন্ড ফুড প্রোডাক্ট’কে নগদ এক লাখ টাকা, সাফায়েত এন্টার প্রাইজ’কে নগদ দুই লাখ টাকা, শুভ এন্টার প্রাইজ’কে নগদ দুই লাখ টাকা, আনোয়ার ট্রেডিং ইন্টারনেশনাল’কে নগদ ৫০ হাজার টাকা, আন-নাফি ষ্টেশনারী’কে নগদ দুই লাখ টাকা ও আমেনা কর্পোরেশন’কে নগদ এক লাখ টাকা করে ৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট সাড়ে ১১লাখ টাকা জরিমানা ও একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat