×
ব্রেকিং নিউজ :
ইরানে টানা ১৩২ ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ডাক দিতে প্রস্তুত জাপানের প্রধানমন্ত্রী: গণমাধ্যম নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা সোমালিদের বিশেষ সুরক্ষা মর্যাদা বাতিল করল যুক্তরাষ্ট্র, কঠোর অভিযান জোরদার মানসম্মত কার্যক্রমের মাধ্যমে ঐতিহ্য ধরে রাখতে বিজিবি’র নবীন সৈনিকদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি, আহত ৩০ পার্বত্য চট্টগ্রামবাসীদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব জরুরি : সুপ্রদীপ চাকমা মার্কিন নাগরিককে মুক্তি দিচ্ছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ভূমির অপ্রতুলতা আমাদের প্রথম চ্যালেঞ্জ : ভূমি উপদেষ্টা উস্কানিতে কান না দেয়ার জন্য ভোটারদের প্রতি মির্জা আব্বাসের আহ্বান
  • প্রকাশিত : ২০২৩-০৫-২৫
  • ৩০২৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়পুরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় স্মার্ট কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার।
জয়পুরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি আরিফুর রহমান রকেট। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার আরও বলেন, সামনে আমাদের জাতীয় নির্বাচন। দেশের যে উন্নয়ন হয়েছে তা কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশের পাশাপাশি স্মার্ট রাজনীতিসহ অর্থনীতিকে স্মার্ট করা এবং ৪১ সালের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছেন বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথি কবির বিন আনোয়ার জয়পুরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহীউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মামুন খান চিশতি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী গোলাম হক্কানী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড: এম এ হাই, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মীম আজিজ সাজ, সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরীসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ নেতৃস্থানীয়রা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট কর্মীসভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat