×
ব্রেকিং নিউজ :
খাল পাড়ে বৃক্ষরোপণ ঢাকার সবুজায়ন আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছাবে : মেয়র তাপস তথ্য অধিকার আইনের আওতায় গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল তথ্যপ্রযুক্তি খাতে নারীদের জন্য বিশেষ কোটা চালু করা হবে : পলক হজ কর্মসূচি-২০২৪ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণের সময় বৃদ্ধি শিশু ও মাতৃমৃত্যু রোধে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী সারাদেশে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন : চলছে গননা মুসলিম দেশগুলোর ঐক্য ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে পারে : প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-১২
  • ৬৮৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলার কালীগঞ্জে  আজ উপকারীভোগী নারী-পুরুষদের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণে নগদ অর্থের চেক এবং ভাতার চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ব¡রে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মহিলা বিষয়ক অফিসের যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তারসহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান, স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৬৭টি পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ১৮০ বান্ডিল ঢেউটিন ও গৃহ নিমাণ মঞ্জুরীর প্রতি বান্ডিল ঢেউটিনের সাথে ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে আইজিএ ১৮তম ব্যাচের ফ্যাশন ডিজাইন, ক্রিষ্টাল শো পিস ও ডেকোরেটেড কেন্ডেল মেকিং ট্রেডে ৫০ জন প্রশিণনার্থীর প্রত্যেককে প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত বাবদ প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে। ২টি ট্রেডে ৫ লক্ষ ৯৯ হাজার ৬শ টাকা বিতরণ করা হয়। এছাড়াও কালীগঞ্জ উপজেলায় শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন ট্রেডে ৮৪৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে ৮২ লক্ষ ১৬ হাজার ৫শ টাকা প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat