×
ব্রেকিং নিউজ :
গেইল ও বোল্টের পর টি-টোয়েন্টি বিশ্ব কাপের শুভেচ্ছা দূত যুবরাজ ৬০ বছর বয়সে সেরা সুন্দরীর খেতাব জিতে ইতিহাস তৈরি করলেন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ প্রতিবন্ধীদের মূল ধারায় আনার প্রচেষ্টা আছে সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী জাতির পিতার সমাধিতে ত্রাণ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্যের শ্রদ্ধা দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন তাপপ্রবাহে টুঙ্গিপাড়ায় প্রশান্তির নীড় ‘কৃষক সেড’ দিনাজপুরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা এসটিপি ছাড়া নতুন বিল্ডিং করার অনুমোদন নয় : গণপূর্ত মন্ত্রী ঢাকা-ব্যাংকক রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৪
  • ৮৭৮৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারীতে কমেছে তিস্তার ঢলের পানি। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে সকাল ছয়টায় ৪০ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, আজ সন্ধ্যা ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে সকালে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার, সকাল নয়টায় ৩২ সেন্টিমিটার, দুপুর ১২টায় ১৭ সেন্টিমিটার এবং বিকেল তিনটায় সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।
বৃহস্পতিবার সকাল ছয়টায় ওই পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার ১৯ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে সন্ধ্যা ছয়টায় ৩৫ সেণ্টিমিটার এবং রাত নয়টায় ৩৭ সেণ্টিমিটার ওপরে উঠে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের সবকটি জলকপাট (৪৪টি) খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড।
উজানের ঢল ও অতিবৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। ফলে নদী বেষ্টিত জেলার ডিমলা উপজেলার সাতটি ইউনিয়নের  ১৫টি চর গ্রামের তিন সহ¯্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। 
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, ‘ভারীবৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। আজ সকাল ছয়টায় ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৪০ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যায় ছয়টায় পানি কমে সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat