×
ব্রেকিং নিউজ :
বরগুনায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা চট্টগ্রামের রাউজানে র‌্যাবের শীতবস্ত্র বিতরণ সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা খুলনায় বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ২৮ জানুয়ারি শুরু হচ্ছে ‘ঢাকা ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লে অঞ্চলের জন্য ‘বিপর্যয়কর’ হবে : কাতার হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরিতে চোখধাঁধানো লাভা উদগীরণ নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে রিক্সা, ভ্যান অটোচালক নেতৃবৃন্দের মতবিনিময়
  • প্রকাশিত : ২০২৪-০৪-২০
  • ২৪৩৭৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেরপুর জেলার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করে যাত্রা শুরু হলো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ সকালে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ৫টি দল নিয়ে প্রথমবার শুরু হলো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০২২/২০২৩।
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ। আম্পায়ার হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, ডিএসএ সদস্য আব্দুর রশীদ তাপস, সাবেক ক্রিকেটার মামুনুর রশীদ পলাশ, মোতাহারুল শরাফ শিপন, রাকিব, মাসুদ সহ বিভিন্ন দলের খেলোয়াড়-কর্মকর্তা, দর্শক-সমর্থক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের সাথে পরিচিত হন প্রধান অতিথিসহ অতিথিরা।     আয়োজকরা জানান, রঙিনা পোশাক, সাদা বলে ওয়ানডের নিয়মে ৫০ ওভারের প্রতিদিনের খেলায় ৫টি দল পরষ্পরের বিরুদ্ধে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলবে। প্রতি খেলায় শেরপুর রেডলাইন বাস সার্ভিসের পক্ষ ‘ম্যান অব দ্যা ম্যাচ’ পুরষ্কার প্রদান করা হবে। এবারের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অংশগ্রহণকারী দলগুলো হলো-শেরপুর ইয়ং ক্রিকেটার্স এসোসিয়েশন (সাইকা), মৈত্রিবাড়ী ক্রিকেট ক্লাব (এমসিসি), সবুজসেনা, নাবরুণ সংঘ ও দিগন্ত ক্লাব। উদ্বোধনী খেলায় অংশ নিচ্ছে সাইকা বনাম সবুজসেনা। টস জিতে সাইকাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সবুজসেনার কাপ্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat