×
ব্রেকিং নিউজ :
ইরানে টানা ১৩২ ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ডাক দিতে প্রস্তুত জাপানের প্রধানমন্ত্রী: গণমাধ্যম নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা সোমালিদের বিশেষ সুরক্ষা মর্যাদা বাতিল করল যুক্তরাষ্ট্র, কঠোর অভিযান জোরদার মানসম্মত কার্যক্রমের মাধ্যমে ঐতিহ্য ধরে রাখতে বিজিবি’র নবীন সৈনিকদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি, আহত ৩০ পার্বত্য চট্টগ্রামবাসীদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব জরুরি : সুপ্রদীপ চাকমা মার্কিন নাগরিককে মুক্তি দিচ্ছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ভূমির অপ্রতুলতা আমাদের প্রথম চ্যালেঞ্জ : ভূমি উপদেষ্টা উস্কানিতে কান না দেয়ার জন্য ভোটারদের প্রতি মির্জা আব্বাসের আহ্বান
  • প্রকাশিত : ২০২৪-০৫-০১
  • ৬৫৭৭০১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় দুই দিনব্যাপী ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায়   রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক সংলগ্ন বার্গি লেক ভ্যালি ও পলওয়েল পার্কে  দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর ১১তম এনডিএফ বিডি ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ ।
এনডিএফ বিডির চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ব্লু অ্যাওয়ার্ড’প্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক প্রেসিডেন্ট এ কে এম শোয়েবের সভাপতিত্বে এবং  এনডিএফ বিডি ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের ক্যাম্প ডিরেক্টর লায়ন এম আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত ট্রেনিং ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বিডির চেয়ারম্যান উপদেষ্টা এবং গ্লোভাল ভিলেজ রাঙ্গামাটির সাবেক সভাপতি সাংবাদিক ফজলে এলাহী, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরিচালক এবং এনডিএফ বিডির সাবেক মহাপরিচালক মোঃ আনিসুর রহমান, এনডিএফ বিডির মহাসচিব আশিকুর রহমান আকাশ, এনডিএফ বিডির কো-চেয়ারম্যান তাহসিন রিয়াজ, ক্যাম্প কো-ডিরেক্টর এনডিএফ বিডির যুগ্ম মহাসচিব তুষার ধর, ক্যাম্প কো-অর্ডিনেটর এনডিএফ বিডির কো-চেয়ারম্যান মাহমুদ হাসান, এনডিএফ বিডির সাংগঠনিক সম্পাদক লুভনা আক্তার প্রমুখ।
এনডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব জানান, দুইদিন ব্যাপী এ ট্রেনিং  ক্যাম্পের মাধ্যমে   হাইকিং, ট্রেজার হান্ট, অ্যাডভেঞ্চার টাস্ক, সারভাইবাল টাস্ক, টিম প্রেজেন্টেশন, জোনাল প্রেজেন্টেশন, ক্যাম্প ফায়ার, টিম কালচারাল টাস্ক, সারপ্রাইজ সেশন, ফ্রেন্ডশীপ এন্ড ফেলোশীপ আড্ডা, নৌভ্রমণ, এন্টারটেইনমেন্ট টাস্ক, প্রকৃতি পর্যবেক্ষণ, রাঙ্গামাটির ঐতিহ্যকে ধারণ করাসহ বিভিন্ন আয়োজন রয়েছে।
দেশের ৬৪ জেলার সবচেয়ে মেধাবী সংগঠক ও তার্কিকদের বিতর্ক অঙ্গনের লিডারদের দক্ষতা বৃদ্ধির জন্য এ লিডারশীপ ক্যাম্পের আয়োজনে  ১০০ জন প্রতিনিধি  অংশ নিচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার ২ মে ট্রেনিং ক্যম্পের সমাপ্তি হবে বলে জানান আয়োজকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat