×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৪-১১-১২
  • ২৪৩৪৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেতা কমল হাসান। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। বেশ আগে রাজনীতির মাঠে নেমেছেন তিনি। ২০১৮ সালের শুরুতে নিজে মাক্কাল নেদি মায়াম (ইংরেজিতে- পিপলস জাস্টিস পার্টি) নামে রাজনৈতিক দল গঠন করেন তিনি।
তারকাদের ভালোবেসে কত নামেই না ডাকেন ভক্তরা। তাদের ভালোবাসাও সাদরে গ্রহণ করেন তারকারা। তবে এবার ভক্তদের এ ভালোবাসা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিলেন দক্ষিণি তারকা। কমল হাসান, কমল বা কেএইচের বাইরে নামের আগে কোনো তকমা দেওয়া হোক, চান না অভিনেতা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিলেন কমল হাসান।
ভক্ত-অনুরাগীরা কমল হাসানকে ‘উলাগানয়াগান’ বা ‘বিশ্বের রাজা’ বলে ডেকে থাকেন। কিন্তু এই উপাধি প্রত্যাখান করলেন কমল হাসান। এই নামে না ডাকতে বিনীতভাবে অনুরোধ করেছেন এই দাপুটে অভিনেতা।
বিষয়টি নিয়ে কমল হাসান লিখিত একটি বিবৃতি নিজের মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) পোস্ট করেছেন। তাতে তিনি লেখেন, ‘উলাগানয়াগান’-এর মতো প্রিয় উপাধিতে ভূষিত হওয়ার জন্য সবসময়ই গভীরভাবে কৃতজ্ঞতা অনুভব করেছি। এই ধরনের প্রশংসা জনগণের দেওয়া এবং সম্মানিত সহকর্মী এবং প্রশংসকদের দ্বারা স্বীকৃত। আপনাদের এই ভালোবাসা পেয়ে সত্যি আমি অনুপ্রাণিত হয়েছি।’
চলচ্চিত্রের শিল্প ব্যক্তিকে ছাড়িয়ে যায়। এ তথ্য উল্লেখ করে কমল হাসান লেখেন, ‘চলচ্চিত্রের শিল্প যেকোনো ব্যক্তিকে ছাড়িয়ে যায়। আমি শিল্পের একজন ছাত্র। সুতরাং চিরকাল আমি শিখতে চাই এবং বিকশিত হতে চাই। সিনেমা অন্য যেকোনো সৃষ্টিশীল কাজের মতোই। এটি অগণিত শিল্পী, টেকনিশিয়ান এবং দর্শকরা তৈরি করেন, যাতে মানবতার বৈচিত্র্যময় প্রতিফলন ঘটে।’
‘উলাগানয়াগান’ উপাধি প্রত্যাখানের কথা জানিয়ে কমল হাসান লেখেন, ‘আমার বিশ্বাস, শিল্পীকে শিল্পের ঊর্ধ্বে উন্নীত করা উচিত নয়। আমি এই সমস্ত ‘উপাধি’ সম্মানের সঙ্গে প্রত্যাখ্যান করছি। আমার সমস্ত ভক্ত, মিডিয়া, চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিবর্গ, পার্টির সদস্যসহ ভারতীয়দের বিনীতভাবে অনুরোধ করছি, আমাকে শুধু কমল হাসান বা কমল কিংবা কেএইচ বলে সম্বোধন করুন।’
জানা যায়, ‘উলাগা নয়াগান’ তামিল ভাষার একটি জোড়া শব্দ। ‘উলাগাম’ মানে ‘বিশ্ব’ আর ‘নয়াগান’ মানে বীরের সমার্থক। ‘উলাগা নয়াগান’ ইংরেজিতে অনুবাদ করা যেতে পারে- ‘হিরো অব দ্য ওয়ার্ল্ড’ বা ‘কিং অব দ্য ওয়ার্ল্ড’। যার বাংলা তরজমা হতে পারে- ‘বিশ্বের রাজা’। অভিনেতা কমল হাসানের প্রশংসা করে এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন পরিচালক কে. এস. রবিকুমার।
ছোটবেলায় অভিনয়ের হাতেখড়ি কমল হাসানের। ১৯৬০ সালে ‘কালাথোর কান্নাম্মা’ সিনেমায় প্রথম অভিনয় করেন। তখন তার বয়স মাত্র ৫ বছর। এতে অভিনয় করেই শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। নায়ক থেকে খলনায়ক, কমেডিয়ানসহ বিচিত্র সব চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান। এমনকি নারী চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
শুধু অভিনয় নয়, প্রযোজক, নির্মাতা, সংগীতশিল্পী, কোরিওগ্রাফার, চিত্রনাট্যকার ও গীতিকার হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন কমল হাসান। অভিনয় ক্যারিয়ারে ২ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat