×
ব্রেকিং নিউজ :
ইরানে টানা ১৩২ ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ডাক দিতে প্রস্তুত জাপানের প্রধানমন্ত্রী: গণমাধ্যম নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা সোমালিদের বিশেষ সুরক্ষা মর্যাদা বাতিল করল যুক্তরাষ্ট্র, কঠোর অভিযান জোরদার মানসম্মত কার্যক্রমের মাধ্যমে ঐতিহ্য ধরে রাখতে বিজিবি’র নবীন সৈনিকদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি, আহত ৩০ পার্বত্য চট্টগ্রামবাসীদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব জরুরি : সুপ্রদীপ চাকমা মার্কিন নাগরিককে মুক্তি দিচ্ছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ভূমির অপ্রতুলতা আমাদের প্রথম চ্যালেঞ্জ : ভূমি উপদেষ্টা উস্কানিতে কান না দেয়ার জন্য ভোটারদের প্রতি মির্জা আব্বাসের আহ্বান
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ২৩২২৩৭৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আরএমইউ) বহু প্রতীক্ষিত নিজস্ব ক্যাম্পাসের নির্মাণ কাজ আজ শুরু হয়েছে।

আরএমইউ’র উপাচার্য প্রফেসর ডা.জাওয়াদুল হক বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে শহরের উপকণ্ঠে বাজে সিলিন্দা এলাকায় অধিগ্রহণকৃত জমিতে প্রকল্পের কাজের উদ্বোধন করেন।

এ সময় রাজশাহী বিভাগের কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মুহাম্মদ আবু সুফিয়ান ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফয়সাল আলম উপস্থিত ছিলেন।

১৩টি সরকারি মেডিকেল কলেজ, ১৩টি বেসরকারি মেডিকেল কলেজ, দুটি সরকারি ও পাঁচটি বেসরকারি ডেন্টাল কলেজ, ছয়টি সরকারি ও ৩১টি বেসরকারি নার্সিং কলেজ, একটি সরকারি ও দুটি বেসরকারি মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট এবং কিছু ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত হয়েছে। ২০১৭ সালে রাজশাহী মেডিকেল কলেজের তিনটি ভবনে এর প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

অধ্যাপক জাওয়াদুল হক বলেন, বিশ্ববিদ্যালয়টি ৬৭ দশমিক ৬৮ একর জমির ওপর নির্মিত হবে। এরই মধ্যে বড় বনগ্রাম, সিলিন্দা ও বারইপাড়া এলাকায় জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে।

আরএমইউ ক্যাম্পাসে একটি ১২০০ শয্যার হাসপাতাল, একাডেমিক ও প্রশাসনিক ভবন, ছাত্র ও শিক্ষক ডরমেটরি, মসজিদ, স্কুল, ডে-কেয়ার সেন্টার, লাইব্রেরি, ভিসি লাউঞ্জ ও অন্যান্য নানা সুবিধাসহ মেডিকেল গ্যাস প্লান্ট থাকবে।

ভিসি বলেন, দক্ষ নার্স তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে একটি নার্সিং ইনস্টিটিউটও থাকবে। বিশ্ববিদ্যালয়টি এই অঞ্চলে চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদের অধীনে ৬৮টি বিভাগ থাকবে। এখানে প্রায় ৭৮০ মেডিকেল শিক্ষার্থী তাদের স্নাতক ও স্নাতকোত্তর অধ্যয়ন ও গবেষণা করার সুযোগ পাবে।
বিশ্ববিদ্যালয়টি মেডিকেল ও নার্সিং পেশার প্রায় ৫ হাজার জনের চাকরির সুযোগ সৃষ্টি করবে এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়টি থেকে দুই কোটি মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat